X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন কানাডার রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৭:০১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:১২

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে শক্ত অবস্থানে থাকলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলস।

সোমবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর লিলি নিকলস সাংবাদিকদের জানান, মন্ত্রীর সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনের পর কানাডার বিবৃতি নিয়ে প্রশ্ন

এ সময় সাংবাদিকরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কানাডার দেওয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে গিয়ে স্থান ত্যাগ করেন।

কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘদিনের এবং বহুমুখী সম্পর্ক রয়েছে। এর বহুমাত্রিকতা রয়েছে।  আমরা মানুষে-মানুষে দৃঢ় যোগাযোগ নিয়ে আলোচনা করেছি। আমরা ক্রমবর্ধমান বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। উন্নয়ন সহযোগিতা নিয়েও কথা বলেছি।’

তিনি বলেন, ‘একটি ভালো বন্ধু হিসেবে আমরা প্রায়ই মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব, উজ্জীবিত সুশীল সমাজ, বিকল্প মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলে থাকি।’

প্রসঙ্গত, বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর  গত ৯ জানুয়ারি কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট একটি  বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে দেশটি। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনার নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশ।  
বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা করে এবং সমর্থন করে।  নির্বাচনের আগে এবং সময়কালে ঘটে যাওয়া ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানায়।’
এতে আরও বলা হয়, ‘যারা সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের সহানুভূতি জানাই।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
পাঁচ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন কাতারের আমির, সই হবে ১১টি দলিল
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু