X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শহীদদের শ্রদ্ধা জানিয়ে গান ও কবিতা আবৃত্তি করলেন বিদেশিরা

আতিক হাসান শুভ
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২২

আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘বিশ্ব মায়ের সুর-সংগীত-বাণী’ শিরোনামে প্রতি বছরের মতো এবারও একাডেমিতে দিনটি পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শিল্পকলা একাডেমির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন দেশের ভিন্ন ভাষাভাষীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিশ্বের বিভিন্ন দেশের নানান ভাষাভাষীর আমন্ত্রিত অতিথি, রাষ্ট্রদূত ও শিল্পীরা। এরপর মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সম্মিলিতভাবে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় সংগীত ও অমর একুশের গান।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি নাগরিকরা

সংগীত শেষে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় তিনি বলেন, ‘এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ আছেন। তারা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। এরপর আমাদের জাতীয় সংগীত পরিবেশন করেছেন। এখন তারা এই মঞ্চে গান ও নৃত্য পরিবেশন করবেন। কেউ তাদের ভাষায় গান করবেন, কেউ বা বাংলায়।’

উত্তরীয় পরানো শেষে দেশি-বিদেশি শিল্পীরা শহীদদের স্মরণে সমবেত সংগীত পরিবেশন করেন। ইন্দোনেশিয়ার ভাষায় পরিবেশিত হয় ‘ওয়ান্ডারল্যান্ড ইন্দোনেশিয়ার ডান্স'। নেপাল দূতাবাসের পরিবেশনায় নৃত্য পরিবেশন করেন নেপালি শিল্পী নিতা খাদকা, ঋতু চালিসে, সাদিকচিয়া সিনজালি মাগার। এরপর হিন্দি কবিতা আবৃত্তি করেন ভারতের ড. পুনম গুপ্তা। রাশিয়ান কালচারাল সেন্টারের পরিবেশনায় বাংলা এবং রাশিয়ান ভাষায় কবিতা আবৃত্তি করেন আলগা রয়। জার্মানির পরিবেশনায় ইংরেজি কবিতা আবৃত্তি করেন এলিসা ওয়ার্নার। চীনের নৃত্যশিল্পীরা উপস্থাপন করেন মার্শাল আর্ট নৃত্য। নেপালের শিল্পী আর্জুন ক্যাফল আবৃত্তি করেন কবিতা ‘প্রতিবিম্ব’। অমর একুশে ফেব্রুয়ারি নিয়ে গান ‘একুশে ফেব্রুয়ারি’ ও ‘আমি বাংলার গান গাই’ জাপানিজ ও বাংলা ভাষায় পরিবেশন করেন সুনসুকে মিজুতানি। এরপর সোমালিয়ার শিল্পীরা সোমালীয় ভাষায় সংগীত পরিবেশন করেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি নাগরিকরা

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই বক্তব্য রাখেন স্পেনের রাষ্ট্রদূত। তিনি বিশ্বের সব ভাষাভাষী মানুষকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান। এরপর কোরিয়ার ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে কবিতা পাঠ করেন কোরিয়ান শিল্পী। ঘানার স্থানীয় ভাষায় কবিতা আবৃত্তি করেন সে দেশের শিল্পী। সবশেষে বাংলাদেশের ঢাকা সাংস্কৃতিক দল পরিবেশন করে সমবেত সংগীত ‘ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ’, ‘ও আমার গানের ভাষা’, ‘ভেবো না গো মা’, ‘ইতিহাস জানে তুমি আমার’।

উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষাকে শ্রদ্ধা জানাতে প্রায় ১০০ জন বিদেশি অতিথি ও শিল্পীকে নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজায়। কেন্দ্রীয় শহীদ মিনারের পর্ব শেষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে নেপাল, জাপান, জার্মান, রাশিয়া ও ভারতের ২২ জন শিল্পী তাদের ভাষায় কবিতা এবং সংগীত পরিবেশন করেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
তাসখন্দে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করবে ইউনেস্কো
অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ
সর্বশেষ খবর
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই