X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

শাহজালালে ২ কেজি সোনাসহ দুবাইফেরত ৪ যাত্রী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। কৌশলে এই সোনা পাচারের চেষ্টার অভিযোগে চার যাত্রীকে আটক করা হয়েছে। তারা সবাই দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনের একটি ফ্লাইটে ঢাকায় এসেছিলেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, ২১ ফেব্রুয়ারি ভোরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য অনুযায়ী এনএসআই-এপিবিএন- কাস্টমসের একটি যৌথ অপারেশন টিম গ্রিন চ্যানেল এবং এর বাইরে অপেক্ষমাণ ছিল। আনুমানিক সকাল ৬টার দিকে ফ্লাইটের যাত্রীরা একে একে বের হয়ে যেতে থাকেন। এ সময় চার যাত্রীকে থামানো হয়। তারা হচ্ছেন, আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) এবং খোরশেদ আলম (৪২)।

তারা প্রত্যেকেই ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটের যাত্রী উল্লেখ করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই কর্মকর্তা বলেন, ‘তাদের কাছে সোনা বা স্বর্ণালংকার আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রথমে অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় এবং যাত্রীদের আচরণে সন্দেহ হওয়ায় আভিযানিক দল তাদের অধিকতর তল্লাশির সিদ্ধান্ত নেয়।

এসময় তল্লাশি চালিয়ে তাদের পরনের পোশাকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, একটি করে গোল্ড বার ১১৬ গ্রাম এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়। প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন এবং প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে সোনা পাওয়া যায় বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

আটককৃত যাত্রীদের মধ্যে মো. জুয়েল হোসেন পটুয়াখালী জেলার বাসিন্দা, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সীগঞ্জের বাসিন্দা এবং খোরশেদ আলম গাজীপুরের বাসিন্দা। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
৩০০ কোটি টাকার ‘অপ্রয়োজনীয় প্রকল্প’ বাতিলের উদ্যোগ বেবিচকের
ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুজন আটক
শাহজালালে ২ হাজার কার্টন সিগারেটসহ নিষিদ্ধ মালামাল জব্দ
সর্বশেষ খবর
ঈমানবিহীন ভালো কাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য
ঈমানবিহীন ভালো কাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য
পেট্রল বোমা মেরে ৮ বাসযাত্রীকে হত্যা: সাবেক কাউন্সিলর গ্রেফতার
পেট্রল বোমা মেরে ৮ বাসযাত্রীকে হত্যা: সাবেক কাউন্সিলর গ্রেফতার
বগুড়ায় আ.লীগ-জাসদ-জাপা কার্যালয় ভাঙচুর
বগুড়ায় আ.লীগ-জাসদ-জাপা কার্যালয় ভাঙচুর
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পিঠা খেয়েছেন আগে?
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পিঠা খেয়েছেন আগে?