X
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
২৭ মাঘ ১৪৩১

এডিস মশার প্রকোপ কমাতে ডিসিদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ১৪:৩৫আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৪:৩৯

এডিস মশার প্রকোপ যাতে না বাড়ে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (৬ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ দিনের ডিসি সম্মেলন শুরু হয়। সম্মেলনের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিবেশনে ডিসিদের এই নির্দেশনা দেন তিনি।

পরে সাংবাদিকের মন্ত্রী বলেন, ‘সামনে এডিস মশার প্রকোপ বাড়বে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসিদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে শহরে এডিস মশা বেশি দেখা গেছে। গ্রামেও এখন নতুন ভবন, বাড়িঘর হয়েছে। পানি জমে থাকার সুযোগও আছে। সে জন্য গ্রামাঞ্চলেও এডিস মশার প্রজনন হতে পারে।’

তাজুল ইসলাম বলেন, ‘এর আগেও একটি ভার্চুয়াল সভায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের অনেকগুলো নির্দেশনা দিয়েছিলাম। যেখানে নির্দেশনা অনুযায়ী কাজও ভাগ করে দেওয়া হয়েছে।’

এডিস মশা মোকাবিলায় সচেতনতা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সারা পৃথিবী অনুধাবন করছে, এডিস মশা মোকাবিলা করতে হলে সচেতনতা দরকার ৯০ শতাংশ, বাকি ১০ শতাংশ টেকনিক্যাল।’

বুধবার (৫ মার্চ) সভা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পাঁচ কোটি টাকার ওষুধ কেনার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগে যদি আমরা ঢাকার বাইরে এক শতাংশ এডিস মশার প্রকোপ দেখতাম, বাকি ৯৯ শতাংশই দেখা যেতো ঢাকা শহরে। গত বছর এডিস মশার প্রকোপ ঢাকায় কমে নেমেছে ২০ শতাংশের নিচে। কিন্তু ঢাকার বাইরে হয়েছে ৮০ শতাংশ।’

এ বিষয়ে ডিসিদের এখনই উদ্যোগ নিতে বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করছেন। তাছাড়া মন্ত্রণালয় থেকে যেসব সচেতনতামূলক বিজ্ঞাপন টেলিভিশনে প্রচার করা হচ্ছে তাতেও গ্রামাঞ্চলের মানুষও সচেতন হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি সঠিকভাবে দেখভাল করা হচ্ছে কিনা সে বিষয়ে ডিসিদের মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
মারণাস্ত্র ও ছররা গুলি নিষিদ্ধের প্রস্তাব দেবেন ডিসিরা
৪৬ ব্যাংক হিসাবে ১৬৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনসাবেক মন্ত্রী তাজুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
তিন জেলায় নতুন ডিসি
সর্বশেষ খবর
দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি, ভিডিও করায় সাংবাদিককে পিটিয়ে জখম
দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি, ভিডিও করায় সাংবাদিককে পিটিয়ে জখম
ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি
ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি
বৈষম্যবিরোধীর সিরাজগঞ্জ কমিটি বাতিলের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ
বৈষম্যবিরোধীর সিরাজগঞ্জ কমিটি বাতিলের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ
মব করা বন্ধ না করলে ডেভিল হিসেবে গণ্য হবেন: মাহফুজ আলম
মব করা বন্ধ না করলে ডেভিল হিসেবে গণ্য হবেন: মাহফুজ আলম
সর্বাধিক পঠিত
‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত
সমীক্ষাতেই ব্যয় ১৩৬ কোটি টাকা‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আল্টিমেটাম, না করলে শাটডাউন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আল্টিমেটাম, না করলে শাটডাউন
৩২ নম্বরে মিলেছে হাড়গোড়, পরীক্ষা হবে ল্যাবে
৩২ নম্বরে মিলেছে হাড়গোড়, পরীক্ষা হবে ল্যাবে
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
চট্টগ্রামে দুই থানার ওসিকে বদলি
চট্টগ্রামে দুই থানার ওসিকে বদলি