X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘আশ্বাসের নিচে চাপা পড়ে থাকে যৌন হয়রানির ঘটনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ২১:৪৬আপডেট : ২১ মার্চ ২০২৪, ২১:৫৩

প্রতিনিয়তই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। আর এসব ঘটনার বেশিরভাগই চাপা পড়ে থাকে কর্তৃপক্ষের আশ্বাসের নিচে। লিখিত কিছু অভিযোগ আমলে নিলেও ন্যায়বিচার পেতে কেটে যায় শিক্ষার্থীর শিক্ষা জীবন। এমন প্রেক্ষাপটে শিক্ষা এবং ব্যবস্থাবিহীন শিক্ষাব্যবস্থা দিন দিন আরও নাজুক হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে ‘সামাজিক প্রতিরোধ কমিটি’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন  বক্তারা।

সভায় লিখিত বক্তব্য পড়েন অ্যাকশন এইডের মরিয়ম নেসা। তিনি জানান, জাতীয় পত্রিকাগুলোর সূত্রমতে, দেশের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ে গত দুই বছরে ২৭টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘এসব ঘটনার হোতা শুধু মাত্র পুরুষ শিক্ষার্থীরা নন, শিক্ষাদানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত, সেই শিক্ষকদের মধ্যে কতিপয় শিক্ষকও। শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া নারী শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানির ক্রমবর্ধমান ঘটনা সার্বিক শিক্ষা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে।’

নিপীড়নের ঘটনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী সেলও বিচারহীনতার সংস্কৃতি দ্বারা প্রভাবিত জানিয়ে তিনি আরও বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের পক্ষ থেকে যৌন নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার ছাড়া কার্যকর কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। দু-একটি ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগের পরও ন্যায়বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।’ এ সময় তিনি যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে পৃথক ও পূর্ণাঙ্গ আইন প্রণয়নসহ ২৩ দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নতুন কোনও ঘটনা নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই এমন আরও অনেক ঘটনা ঘটেছে। ইডেন, বদরুন্নেসাসহ কলেজগুলোতেও ছাত্রীদের ওপরও এমন নিপীড়ন চলছে, কিন্তু অনেকেই সাহস করে বলতে পারছেন না।’

বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী বলেন, ‘শিক্ষক নিয়োগের সময় ও তাদের কাজের মূল্যায়নের সময় আচার-আচরণের বিষয়টি মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে। যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীরা যেন অভিযোগ করতে পারে এবং একইসঙ্গে তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকতে হবে।’

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, ‘এসবের কি কোনও পরিবর্তন হবে না? আমরা সরকারের কাছে দাবি করছি, আইন আছে কিন্তু প্রয়োগ নেই। অভিযোগ আসলে শুধু চাকরি যাবে আর কোনও শাস্তি হবে না, তা হতে পারে না। বিচারহীনতার সংস্কৃতি দূর করে অভিযোগকারীর অভিযোগের দ্রুত নিষ্পত্তিসহ প্রতিটি ঘটনার দৃশ্যমান বিচার দেখতে চাই।’

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘ক্রমাগত যৌন নিপীড়নের ঘটনার বিস্তারে নারী লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে, তাদের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে। নারীর প্রতি যৌন নির্যাতনসহ সব ধরনের নির্যাতন একটি ফৌজদারি অপরাধ, এটি কেবল নারীর মানবাধিকার লঙ্ঘন নয়।’

এসময় সংবাদ সম্মেলনে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সংগঠনের প্রতিনিধি, জাতীয় নারী জোটের প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
সর্বশেষ খবর
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই