X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৪, ০২:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:৪৯

যৌন হয়রানি ও সাইবার বুলিং একটি মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেটজ পার্টনারশিপ ফর ডেভলপমেন্ট অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে নাগরিক সমাজ ও স্থানীয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ কীভাবে আরও কার্যকর করা যায়’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংলাপ অনুষ্ঠানে ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যখন কোনও উদ্যোগ সমন্বিত হয়, সেটির ফলাফলও অনেক বেশি কার্যকর হয়। প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ততা বর্তমান যুগের একটি বাস্তবতা। এর থেকে দূরে থাকার কোনও সুযোগ নেই। কিন্তু প্রযুক্তিকে ব্যবহার করে নারী নির্যাতনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ সময় তিনি প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে সবাইকে সচেতন হতে অনুরোধ করেন।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন সারা বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়েই কমপক্ষে একজন শিক্ষককে সাইকো সোশ্যাল প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তিনি হয়রানির শিকার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে পারেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে। নারীরা হয়রানি, প্রতারণাসহ নানা ধরনের বুলিংয়ের শিকার হচ্ছেন। সাইবার স্পেসে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে নেটজ পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ৮২ শতাংশ নারী অনলাইনে হয়রানির শিকার হয়। এর মধ্যে ৮৯ শতাংশই ফেসবুকের মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন। গবেষণাটি উত্তর-পশ্চিমাঞ্চলের ৮টি জেলায় পরিচালিত হয়েছে। এ ছাড়া তৃণমূল পর্যায় থেকে ওঠে আসা বিভিন্ন সুপারিশগুলো তুলে ধরা হয়।

এ সময় সংলাপে আলোচক হিসেবে ছিলেন জাতীয় হটলাইন ১০৯-এর ইনচার্জ রাইসুল ইসলাম এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ইনচার্জ ও পুলিশ ইন্সপেক্টর আনোয়ার সাত্তার এবং নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন।

এ ছাড়া সংলাপে উপস্থিত ছিলেন আটটি জেলার নাগরিক সমাজ প্রতিনিধিরা এবং সরকারি কর্মকতা এবং স্থানীয় সরকার প্রতিনিধিরা। সংলাপটি পরিচালনা করেন ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক এবং প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
শৈশব কেন অনিরাপদ?
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা