X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পেনফিল্ড স্কুল উচ্ছেদের বিরুদ্ধে রিট: নিয়মিত বেঞ্চে শুনানির পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ২২:৫০আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২২:৫০

কোনও রকম নোটিশ না দিয়েই রাজধানীর লালমাটিয়ার ‘পেনফিল্ড’ স্কুল উচ্ছেদ করতে চাওয়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনটি আদালত খোলার পর নিয়মিত বেঞ্চে শুনানি করতে বলেছেন হাইকোর্ট। সোমবার (৮ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কে. বি. শাহরিয়ার আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল কালাম খান (দাউদ) ও মো. তৌফিক সাজাওয়ার।

পরে ব্যারিস্টার খালেদ বিন শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল রাতে অতিব জরুরি এ বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারপতি মৌখিক আদেশে আজ সকাল ১২টা পর্যন্ত স্কুল না ভাঙ্গার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে বলেন। ওসিকে অবহিত করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে এ নির্দেশ দেওয়া হয়েছিল। আদেশটি যথাযথভাবে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছিল বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

মামলাটি শুনানির জন্য ছিল। তখন আদালত বলেন, কোর্টের মৌখিক আদেশ থাকা সত্ত্বেও স্কুলটি ভাঙা হলে এটাতো কনটেম্পট হয়ে যাবে। পরে আদালত স্কুলটি ভেঙে ফেলার সত্যতা বিষয়ে কর্তব্যরত সহকারী অ্যাটর্নি জেনারেলকে খোঁজ নিতে বলেন।

সহকারী অ্যাটর্নি জেনারেলগণ আদালতকে জানান, আদেশ অবগত হওয়ার পর আর ভাঙেনি।  তবে স্কুলটি ভেঙ্গে ফেলা হয়েছে বলে আদালতকে জানান রিটকারীর আইনজীবী। তখন আদালত মামলাটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য বলেন।

পরে রিটকারীর আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, রিটে 'স্থিতাবস্থা ও রুল জারির আরজি জানানো' হলেও উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করায় আদালতের মৌখিক আদেশ অমান্য করা আদালত অবমাননার প্রশ্নের উদ্ভব হয়েছে। ফলে আদালত আরজির অংশবিশেষ পরিবর্তন সাপেক্ষে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য মত প্রকাশ করে নতুন কোনও আদেশ প্রদান হতে বিরত থাকেন। আমরা সেভাবেই হাইকোর্টের নিয়মিত বেঞ্চে মামলাটির শুনানির প্রস্তুতি নিচ্ছি।

জানা গেছে, আইন অনুসারে কোনও রকম নোটিশ না দিয়েই রাজধানীর লালমাটিয়ার ‘পেনফিল্ড’ স্কুল উচ্ছেদ করার উদ্যোগ নেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আজ (৮ এপ্রিল) ঈদের ছুটির মধ্যে গোপনে স্কুল ভবনটি ভেঙে ফেলা হয়।

স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, স্কুলটি গোপনে উচ্ছদে করার কৌশল নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। উচ্ছেদের নোটিশে ভবন উচ্ছেদ করার কথা বলা হলেও সেটি যে স্কুলভবন তা উল্লেখ করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডকে অবহিত না করে শুধু পুলিশের সহায়তা চেয়ে ভবন উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।

তাই কোনও রকম নোটিশ না দিয়েই রাজধানীর লালমাটিয়ার ‘পেনফিল্ড’ স্কুল উচ্ছেদ করতে চাওয়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট দায়ের করা হয়। রিটে স্কুলটি উচ্ছেদের বিষয়ে স্থিতাবস্থা ও রুল জারির আরজি জানানো হয়। গত ৪ এপ্রিল হাইকোর্টে এ রিট দায়ের করা হয়। স্কুলটির অধ্যক্ষ সৈয়দ পরভেজ আহসান রিটটি দায়ের করেন।

আরও পড়ুন- 

ভেঙেই ফেলা হলো স্কুলটি

স্কুল উচ্ছেদ করতে চায় গণপূর্ত, ২২৩ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

/বিআই/এফএস/   
সম্পর্কিত
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড