X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

লুব্রিকেন্ট আমদানিতে বাড়তি শুল্কায়নে ডলার পাচার বাড়বে: লিয়াব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ২৩:১৭আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২৩:১৭

আমদানি করা সব ধরনের লুব্রিকেন্টস অয়েলের ওপর নতুন অর্থবছরে এনবিআর শুল্কায়ন মূল্য (ওভারইনভয়েস) অস্বাভাবিক হারে নির্ধারণ করায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ডলার পাচারের পথ উন্মুক্ত হবে যা দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলবে। তাছাড়া আন্তর্জাতিক নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এইচএস কোড সংযোজন করায় এই খাতের ব্যবসায়ীরা হয়রানির শিকার হবে বলে জানিয়েছে লুব্রিকেন্ট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লিয়াব)।

সোমবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে '২০২৪-২৫ অর্থবছরে বাজেটে আমদানিকৃত ফিনিশড লুব্রিকেন্টসের উপর অযৌক্তিক ও অস্বাভাবিক শুল্কায়ন (ট্যারিফ) মূল্য পরিবর্তনের দাবিতে' লিয়াব সংবাদ সম্মেলনে আয়োজন করে। এসময় লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ জমসের আলী এসব কথা বলেন।

মোহাম্মদ জমসের আলী বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে সকল প্রকার ফিনিশড লুব্রিকেন্টসের জন্য একই এইচএস কোড ২৭.১০.১৯.৩১, যার শুল্কায়ন মূল্য প্রতি মেট্রিক টন ২০০০ ডলার নির্ধারিত ছিল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে আগের এইচএস কোড ২৭.১০.১৯.৩১ এর সঙ্গে আরও নতুন দুইটি এইচএস কোড ৩৪.০৩.৯৯.২০ এবং ৩৪.০৩.৯৯.৩০ সংযোজন করা হয়েছে। এই সংযোজিত ৩৪ সিরিয়াল এইচএস কোড আন্তর্জাতিক বাজারের প্রচলিত ফিনিশড লুব্রিকেন্টস এইচএস কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বাজেটে এইচএস কোড ২৭.১০.১৯.৩১ মিনারেল প্রতি মেট্রিক টন ২৫০০ ডলার, এইচএস কোড ৩৪.০৩.৯৯.২০ সেমি সিনথেটিক প্রতি মেট্রিক টন ৩২০০ ডলার এবং এইচএস কোড ৩৪.০৩.৯৯.৩০ সিনথেটিক প্রতি মেট্রিকটন ৫০০০ ডলার নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই মিনারেল, সেমি-সিনথেটিক, সিনথেটিক লুব্রিকেন্টসের আন্তর্জাতিক বাজারে প্রকৃত মূল্য ১৬০০, ১৭০০, ২০০০ ডলার। সেই হিসেবে মিনারেল লুব্রিকেন্টস শুল্কায়ন মূল্য ৫৭ শতাংশ, সেমি সিনথেটিক ৮৯ শতাংশ, সিনথেটিক ১৫০ শতাংশ আমদানি শুল্কায়ন মূল্য (ট্যারিফ) বৃদ্ধি করা হয়েছে। বাজার মূল্য থেকে শুল্কায়ন মূল্য অতিরিক্ত ধার্য করার ফলে প্রতি মেট্রিক টনে মিনারেল ১২০০ ডলার, সেমি সিনথেটিক ১৫০০ ডলার, সিনথেটিক ৩০০০ ডলার পাচার করার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে সরকারি সুবিধায় ওভার ইনভয়েসের সুযোগ থাকায় নিশ্চিতভাবে ডলার পাচার বাড়বে।

তিনি বলেন, ফিনিশড লুব্রিকেন্টসের ওপর অতিরিক্ত শুল্কায়ন মূল্য নির্ধারণের ফলে পরিবহন, শিল্প, কল-কারখানা, বিদ্যুৎ-পাওয়ার প্লান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পে খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, লুব্রিকেন্টস মূল্যবৃদ্ধি হলে তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে সকল নিত্যপণ্য সামগ্রীতে। ফিনিশড লুব্রিকেন্টসের কাঁচামাল হচ্ছে বেইজ অয়েল এইচএস কোড ২৭.১০.১৯.২১ এই বাজেটে ২০২৪-২৫ অর্থবছরে শুল্কায়ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ ডলার। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী (২৫০-৩০০) ডলার যোগ করলেই ফিনিশড লুব্রিকেন্টস তৈরি হয়। সেই ক্ষেত্রে ফিনিশড লুব্রিকেন্টসের আমদানি শুল্কায়ন মূল্য (ট্যারিফ) ২৫০০, ৩২০০, ৫০০০ ডলার নির্ধারণ সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ অযৌক্তিক।

এসময় সংগঠনের সভাপতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, অর্থপাচার রোধ, বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা, পরিবহন, শিল্প, কল-কারখানা, বিদ্যুৎ, পাওয়ার প্লান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্প খাতে মূল্য নিয়ন্ত্রণ রাখা ও প্রতিযোগিতামূলক বাজারে ন্যায্যতার জন্য ফিনিশড লুব্রিকেন্টস অয়েলের উপর ২০২৪-২৫ বাজেটে বাজার মূল্যের অতিরিক্ত শুল্কায়ন মূল্য পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকৃত ২০০০ ডলার নির্ধারণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লুব্রিকেন্ট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লিয়াব) সভাপতি মোহাম্মদ জমসের আলী, সিনিয়র সহ-সভাপতি মোবারক আলী, পরিচালক আবুল কাসেম জামাল, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আবু সাইদ প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায়
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
প্রান্তিক খামারিদের জন্য সরকারি সহায়তাসহ ১০ দাবি
সর্বশেষ খবর
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের