X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

এখনও অনেক এলাকায় পানি, ভোগান্তিতে নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১৯:০৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৯:০৩

রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি কমে এলেও এখনও বেশ কিছু নিচু এলাকার অলিগলি পানিতে সয়লাব। এতে অফিস-ফেরত কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।

টানা বৃষ্টিতে পুরান ঢাকার অলিগলি, শনির আখড়া, মুগদা, মানিকনগর, গোপীবাগ, মালিবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, সিপাহিবাগ, শান্তিনগর, কাকরাইলের মূল রাস্তাসহ আশপাশের এলাকা এখনও পানিতে ডুবে আছে। অনেক ফুটপাত ছুঁইছুঁই করছে।

ছবি: নাসিরুল ইসলাম

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল রবিবার সকাল পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে এলেও থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কদিন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম

বনশ্রীর বাসিন্দা মাহমুদ পারভেজের অফিস পল্টনে। সকালে বৃষ্টিতে ভিজে পানির মধ্যেই বাসে করে তিনি অফিসে এসেছেন। ভেবেছিলেন বিকালে বাসায় ফেরার সময় ভোগান্তি কম হবে। কিন্তু রওনা দিয়ে দেখলেন কাকরাইল থেকে মালিবাগ এলাকায় অথই পানি।

পারভেজ বলেন, কাকরাইল পর্যন্ত ঠিকভাবে আসতে পেরেছি। এরপর আর রিকশা, সিএনজি কিছুই যেতে চায় না। আর যারা যেতে চায়, তারা প্রায় তিন গুণ ভাড়া চাচ্ছে। বাসের সংখ্যা কম হওয়ার কারণে এত ভিড় যে তাতেও ওঠার উপায় নেই। বাধ্য হয়েও বাড়তি ভাড়া গুণে বাসায় ফিরলাম।

ছবি: নাসিরুল ইসলাম

মগবাজারের বাসিন্দা মিলি দত্ত বলেন, সকালে হাঁটুপানিতে রিকশা নিয়েই অফিসে গেলাম। বৃষ্টি কমায় ভেবেছিলাম বিকালে পানি নেমে যাবে। কিন্তু আবার বাসায় ফিরলাম রিকশা করেই বাড়তি ভাড়া দিয়ে।

একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এসব এলাকায় বসবাসরত সাধারণ মধ্যবিত্ত মানুষ।

ছবি: নাসিরুল ইসলাম

কবে নাগাদ বৃষ্টি কমতে পারে, জানতে চাইলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামীকাল সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে এলেও বন্ধ হবে না। থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কদিন বৃষ্টি হতে পারে।

ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ-পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
তিন বিভাগে বৃষ্টির আভাস
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, হতে পারে আরও কয়েক দিন
রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বশেষ খবর
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
এসআই নিয়োগ পরীক্ষার ফলে ভুল রোল, পুলিশের দুঃখ প্রকাশ
এসআই নিয়োগ পরীক্ষার ফলে ভুল রোল, পুলিশের দুঃখ প্রকাশ
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বাধিক পঠিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া