পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) নিয়োগ পরীক্ষার সুপারিশ করা প্রার্থী তালিকায় ভুলে এক অকৃতকার্য প্রার্থীর রোল অন্তর্ভুক্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (২ মে) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে জানানো হয়, গত ২৭ এপ্রিল প্রাথমিকভাবে সুপারিশকৃত ৫৯৯ জন প্রার্থীর রোল নম্বর প্রকাশ করা হয়। তালিকায় রোল নম্বর ১০০৯৪৯ ভুলবশত অন্তর্ভুক্ত হয়েছিল, যেখানে সঠিক রোল নম্বর হওয়া উচিত ছিল ১০০৯৫২। ভুলটি ধরা পড়ে টেলিটকের ডাটাবেজ যাচাইয়ের সময়।
বাংলাদেশ পুলিশ জানায়, রোল নম্বর ১০০৯৪৯ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অকৃতকার্য হন, ফলে তিনি নির্বাচনের পরবর্তী ধাপের জন্য অযোগ্য। পাশাপাশি অবস্থানের কারণে ১০০৯৪৯-এর বদলে ১০০৯৫২ অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল।
পরবর্তীতে এই অনিচ্ছাকৃত ভুল সংশোধন করে, রোল নম্বর ১০০৯৫২-কে প্রাথমিকভাবে সুপারিশকৃত তালিকায় যুক্ত করা হয়েছে এবং অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের টেলিটক থেকে মেসেজের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।