X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ধর্মবোন ডেকে সম্পর্ক স্থাপন, অতঃপর যা ঘটলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১৯:০৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৩

মোবাইল ফোনে তুষারের মায়ের পরিচয় হয় বাদলের সঙ্গে। বাদল তাকে ধর্মবোন বলে সম্বোধন করেছেন। একাধিকবার দেখাও করেছেন তারা। গত ৩০ সেপ্টেম্বরও আবারও দেখা করার জন্য তারা সিদ্ধান্ত নেন। সেদিন সন্তান তুষারকে নিয়ে সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় বাদলের সঙ্গে দেখা করতে যান ওই নারী। পরে তুষারকে চিপস কিনে দেওয়ার কথা বলে আড়ালে নেন। অপেক্ষার পরে বুঝলেন বাদল তার ছেলেকে নিয়ে পালিয়েছে।

ওই নারী অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শেষে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তার স্বামী বাদী হয়ে একই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তবে লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তুষারকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেয় র‌্যাব।

রবিবার (৬ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এসব তথ্য জানান।

অপহরণকারী বাদল ওরফে হৃদয়

তিনি বলেন, রাজধানীর সদরঘাট থেকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল নূর তুষারকে (৮)। অপহরণের ছয় দিন পর শনিবার (৫ অক্টোবর) রাতে র‍্যাব-২ ও ৮-এর যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়।

মুনীম ফেরদৌস বলেন, গত ৩০ সেপ্টেম্বর তুষারকে অপহরণ করা হয়। পরে ২ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ভুক্তভোগী তুষারের মাকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ছেলের প্রাণনাশ করবে বলে হুমকি দেয় মাকে। সন্তানকে ফিরে পেতে ওই নারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ছয় হাজার টাকা দেয়। এ ঘটনার পর তার স্বামী র‍্যাব-২-এ লিখিত আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে অভিযানে নামে র‍্যাব-২ ও ৮-এর যৌথ দল। তারা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমরাগাছি হোগলপাতি নামক এলাকায় তুষারের অবস্থান শনাক্ত করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তুষারকে রেখেই পালিয়ে যায়। পরে তুষারকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। 

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তবে অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার আগে তার বিষয়ে ভালোভাবে জেনে নেওয়ার অনুরোধও করেছেন তিনি।

/কেএইচ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জে র‌্যাব কর্মকর্তা পলাশ সাহার শেষকৃত্য সম্পন্ন
রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা
সর্বশেষ খবর
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ