X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ধর্মবোন ডেকে সম্পর্ক স্থাপন, অতঃপর যা ঘটলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১৯:০৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৩

মোবাইল ফোনে তুষারের মায়ের পরিচয় হয় বাদলের সঙ্গে। বাদল তাকে ধর্মবোন বলে সম্বোধন করেছেন। একাধিকবার দেখাও করেছেন তারা। গত ৩০ সেপ্টেম্বরও আবারও দেখা করার জন্য তারা সিদ্ধান্ত নেন। সেদিন সন্তান তুষারকে নিয়ে সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় বাদলের সঙ্গে দেখা করতে যান ওই নারী। পরে তুষারকে চিপস কিনে দেওয়ার কথা বলে আড়ালে নেন। অপেক্ষার পরে বুঝলেন বাদল তার ছেলেকে নিয়ে পালিয়েছে।

ওই নারী অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শেষে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তার স্বামী বাদী হয়ে একই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তবে লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তুষারকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেয় র‌্যাব।

রবিবার (৬ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এসব তথ্য জানান।

অপহরণকারী বাদল ওরফে হৃদয়

তিনি বলেন, রাজধানীর সদরঘাট থেকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল নূর তুষারকে (৮)। অপহরণের ছয় দিন পর শনিবার (৫ অক্টোবর) রাতে র‍্যাব-২ ও ৮-এর যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়।

মুনীম ফেরদৌস বলেন, গত ৩০ সেপ্টেম্বর তুষারকে অপহরণ করা হয়। পরে ২ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ভুক্তভোগী তুষারের মাকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ছেলের প্রাণনাশ করবে বলে হুমকি দেয় মাকে। সন্তানকে ফিরে পেতে ওই নারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ছয় হাজার টাকা দেয়। এ ঘটনার পর তার স্বামী র‍্যাব-২-এ লিখিত আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে অভিযানে নামে র‍্যাব-২ ও ৮-এর যৌথ দল। তারা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমরাগাছি হোগলপাতি নামক এলাকায় তুষারের অবস্থান শনাক্ত করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তুষারকে রেখেই পালিয়ে যায়। পরে তুষারকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। 

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তবে অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার আগে তার বিষয়ে ভালোভাবে জেনে নেওয়ার অনুরোধও করেছেন তিনি।

/কেএইচ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ‘মূল হোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন