X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিসেম্বরের মধ্যেই বাজারে আসবে আমার দেশ পত্রিকা: মাহমুদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৭:৩৩

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আমার দেশ পত্রিকার ছাপাখানায় লুটপাটসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, ‘ডিসেম্বর মাসের মধ্যই আমার দেশ পত্রিকা আপনাদের হাতে তুলে দেবো। আমার দেশ পত্রিকা আবারও জনগণের পক্ষে কথা বলবে। ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে কথা বলবে, লুটেরাদের বিরুদ্ধে কথা বলবে। শুধু সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়ে সেই সহযোগিতা করা।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রেস সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। নতুন প্রেস বসাতে অনেক সময় লাগবে। কিন্তু ইতোমধ্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে আমার দেশের মতো মিডিয়া দরকার। আমার দেশ করপোরেট স্বার্থের বাইরে, কোনও দলের স্বার্থের বাইরে, দেশের সার্বভৌমত্বের জন্য দাঁড়াবে। দেশের মানুষের জন্য দাঁড়াবে। এজন্য আমার দেশ দ্রুত চালু করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্য দুটি প্রেস থেকে আমার দেশ ছাপা হবে।’

পত্রিকাটি নতুন করে চালু করতে নিজেদের পত্রিকার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘হাতে আর আড়াই মাসের কম সময় আছে। অফিস পেয়ে গেলে আশা করি এর আগেই আমরা আসতে পারবো। অন্য প্রেস থেকে ছাপা হলেও ছাপানোর আগে ম্যাটার তৈরি করতে হবে। তার জন্য অফিস দরকার। আমার ধারণা, সহকর্মীরা আমার সঙ্গে আরও এক বছর লড়াই করতে রাজি হবেন। কিন্তু অফিস খুঁজে পাওয়ার জন্য এখন আমাদের সংগ্রাম করতে হচ্ছে। অফিসটা সেটআপ করাই এখন চ্যালেঞ্জ।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, ‘প্রেসের যন্ত্রাংশের ক্ষতি হয়েছে ২৫ কোটি এবং কাগজের ক্ষতি হয়েছে ১০ কোটি টাকার। অফিসে আগুন লাগাসহ অন্তত  ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

/এএজে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নিষেধাজ্ঞার পরও যমুনা-কেন্দ্রিক আন্দোলন: আইন প্রয়োগে ব্যর্থতা নাকি কৌশলী ভূমিকা? 
দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা
আফতাবনগর ও মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসবে না: আপিল বিভাগ
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিমানবন্দরে প্রস্তুত কার্গো স্টেশন, অপেক্ষা ফ্লাইট চালুর
চট্টগ্রাম বিমানবন্দরে প্রস্তুত কার্গো স্টেশন, অপেক্ষা ফ্লাইট চালুর
টিভিতে আজকের খেলা (২৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ মে, ২০২৫)
বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক
বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
সর্বাধিক পঠিত
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী