X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

অকাল প্রয়াত ছাত্রনেতা আরিফ ও অর্জুনকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ২০:৫৬আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২১:২৫

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও তার বন্ধু সৌভিক করিমকে স্মরণ করেছেন তার বন্ধু, সহকর্মী, রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্ধু-স্বজনরা।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় ‘চিরবন্ধু তরুণ আরিফ-অর্জুন’ নামে গ্রন্থ উন্মোচন করা হয়।

গত বছর ৭ নভেম্বর রাতে ঢাকার ইস্কাটনে ট্রাকচাপায় প্রাণ হারান আরিফুল ইসলাম ও সৌভিক করিম অর্জুন। দুজনেই সদ্য চল্লিশ পেরিয়েছিলেন।

অকাল প্রয়াত ছাত্রনেতা আরিফ ও অর্জুনকে স্মরণ গ্রন্থ উন্মোচন করেন রেহনুমা আহমেদ, শহীদুল আলম, জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল এবং আরিফ ও অর্জুনের পরিবারের সদস্যরা। এ দুজনের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন তাসলিমা আখতার এবং বীথি ঘোষ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আরিফ-অর্জুনের বন্ধু শিল্পী শায়ান, প্রবর রিপন, মুয়িজ মাহফুজ, এবং শরিফুল ইসলাম।

তাসলিমা আখতার বলেন, “আরিফ ও অর্জুনের অকাল প্রয়াণ তাদের সহযোদ্ধাদের ব্যথিত করার পাশাপাশি নতুন বাংলাদেশের অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার লড়াইয়ে শামিল হওয়ার প্রেরণা জোগাবে।”

অকালে হারানো এই দুটি প্রাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ব্যর্থতাগুলোকে নতুন করে আমাদের সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি। তিনি আগামীতে প্রকৃতপক্ষেই সড়কে নিরাপত্তা নিশ্চিত করবে এমন একটি রাষ্ট্র গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের আহ্বান জানান।

উল্লেখ্য, ছাত্রজীবনে আরিফুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন। ছাত্রজীবন শেষে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে যোগ দেন তিনি। তিনি দলটির অন্যতম সংগঠক ছিলেন। পেশাজীবনে আরিফুল ইসলাম সৃজনশীল প্রকাশনা শিল্পে নিয়োজিত ছিলেন।

সৌভিক করিম (অর্জুন) ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সংগীত চর্চা ও গবেষণা করতেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
ক্ষমতার ভারসাম্য ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চায় গণসংহতি
ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতির আলোচনা‘প্রতিবেদন কেবল বাস্তবায়ন নয়, গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করতে হবে’
ফিলিস্তিন ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান সাকির
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন