X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

আবার ক্লাস বর্জনের ঘোষণা মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ০২:২৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও সেমিস্টার ফি কমানোর দাবিতে আবারও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 

সোমবার (১৩ জানুয়ারি) এর মধ্যে দাবি বাস্তবায়নে কোনও সুনির্দিষ্ট ঘোষণা না আসায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ‘মার্চ টু ইউজিসি’ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও সেমিস্টার ফি কমানোর দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে দাবিগুলোর বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি।

শিক্ষার্থীদের দাবি, যেহেতু এটি দেশের একমাত্র স্পেশালাইজড মেরিটাইম ইউনিভার্সিটি সেহেতু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করতে হবে। পাশাপাশি সেমিস্টার ফি কমিয়ে চলতি সেমিস্টার থেকেই শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যৌক্তিক সেমিস্টার ফি চালু করতে হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন চলাকালীন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী এ বিষয়ে আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসেন। তবে এর এক মাস পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও সিদ্ধান্ত জানায়নি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রশাসন ও ইউজিসির উদাসীনতা শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দেশের একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটির নাম ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। শেখ মুজিবুর রহমানের নামে একাধিক বিশ্ববিদ্যালয় থাকায় অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। পাশাপাশি দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে মেরিটাইম ইউনিভার্সিটির সেমিস্টার ফি দ্বিগুণ কিংবা তিনগুণ। প্রত্যেক সেমিস্টারে যা ১২ থেকে ১৫ হাজার টাকা। এ ফি কমানোর দাবি করেন তারা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে শব্দদূষণ, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে শব্দদূষণ, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’