X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অদৃশ্য আতঙ্কে জোহার স্বজনরা

জামাল উদ্দিন
২০ মার্চ ২০১৬, ০১:৩৪আপডেট : ২০ মার্চ ২০১৬, ০৪:১৭

অদৃশ্য এক আতঙ্ক ঘিরে ধরেছে তানভীর হাসান জোহা স্বজনদের। নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা সাধারণ ডায়েরি (জিডি) করতে কয়েকটি থানায় ঘোরাঘুরি করেও ব্যর্থ হওয়ার পর তারা আর থানায় যাননি।জোহার নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে শনিবার ভাষানটেক থানায় যাওয়ার কথা থাকলেও তারা যাননি। কেন যাননি তারা—এ বিষয়েও অজানা আতঙ্কে মুখ খুলতে চাননি কেউ।কেবল বলেছেন,‘আরও দুই-এক দিন দেখি’।
তানভির হাসান জোহার স্ত্রী ডা.কামরুন নাহার চৌধুরী শুধু সবার দোয়া চেয়েছেন। জোহা দেশের জন্য কাজ করেছেন। তার স্বামী যেন জীবিত ও সুস্থ অবস্থায় ঘরে ফিরে আসতে পারেন,সেজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি। জোহার নিখোঁজের এত ঘণ্টা পরও তার কোনও সন্ধান না পাওয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনও সহযোগিতা না পেয়ে অনেকটাই হতাশ হয়ে পড়েছেন তারা। জোহার বৃদ্ধা মা মাকসুদা হাসান শয্যাশায়ী হয়ে পড়েছেন। কারও সঙ্গেই তিনি কথা বলতে রাজি হচ্ছেন না।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হকের কাছে জোহার বিষয়ে জানতে চান উপস্থিত সাংবাদিকরা।এ সময় আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজের কোনও তথ্য তাদের কাছে নেই। তবে, জোহার পরিবার পুলিশের কাছে সহযোগিতা চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
পুলিশ প্রধানের আশ্বাসের পরও থানায় কেন যাচ্ছেন না—জানতে চাইলে জোহার চাচা মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত না যাওয়ার কোনও কারণ ব্যাখ্যা করেননি। তিনি বলেন,তারা আরও কিছু সময় নিতে চান। বুঝে-শুনেই তারা থানায় যাবেন। এখন তারা শুধু জিডি করবেন, নাকি মামলা করবেন—এ নিয়ে ভাবছেন তারা।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন,জোহার কোনও তথ্য তার কাছে নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে থাকলে তাকে আদালতে সোপর্দ করা হবে। র‌্যাব ও মহানগর পুলিশের কর্মকর্তারাও বলেছেন,তারাও জোহার খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জোহার অবস্থান সম্পর্কে তারা কিছু জানেন না।

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ