X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬

বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নাগরিক সমাজ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন এম জাকির হোসেন খান ও চেঞ্জ ইনিশিয়েটিভ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চেঞ্জ ইনিশিয়েটিভ এর গণসংযোগ কর্মকর্তা রেজাউল হক হিরন এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা চেঞ্জ ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান ২০২৫-২০২৭ মেয়াদে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) স্ট্র্যাটেজিক ক্লাইমেট ফান্ড কমিটির নাগরিক সমাজ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। একইসঙ্গে চেঞ্জ ইনিশিয়েটিভ সিআইএফ-এর অফিসিয়াল পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিযুক্ত হয়েছে, যা জলবায়ু সুশাসন শক্তিশালী করা এবং জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে চেঞ্জ ইনিশিয়েটিভ -এর ভূমিকা আরও সুসংহত করবে।

বিজ্ঞপ্তিতে এম জাকির হোসেন খান বলেন, সিআইএফ-এর নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের বিষয়। জলবায়ু বিনিয়োগ নীতিগুলো যেন আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর হয়, সে লক্ষ্যে আমরা সক্রিয় ভূমিকা রাখবো। জলবায়ু অর্থায়নের জবাবদিহি নিশ্চিত করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য যথাযথ অর্থায়ন কাঠামো গড়ে তোলার পক্ষে আমরা সুপারিশ করবো।

তিনি আরও বলেন, আমরা অংশীজনদের সঙ্গে সমন্বয় করে এমন একটি নীতি কাঠামো গড়ে তুলতে চাই, যা প্রাকৃতিক-অধিকারভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

সিআইএফ-এর পর্যবেক্ষক হিসেবে চেঞ্জ ইনিশিয়েটিভ প্রধান চারটি কৌশলগত ক্ষেত্রে জোরদার ভূমিকা পালন করবে বলে জানিয়েছে। সেগুলো হলো- ১. বিশ্ব পর্যায়ে সিআইএফ-এর নীতি ও কৌশলগত সিদ্ধান্তে সরাসরি অবদান রাখা ২. জাতীয় জলবায়ু কৌশল ও নীতিমালাকে ন্যায্য ও টেকসই করার লক্ষ্যে তা যথাযথভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করা ৩. স্থানীয় পর্যায়ে সিআইএফ অর্থায়নকৃত প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ৪. জ্ঞান বিনিময় ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য বৈশ্বিক, আঞ্চলিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বাড়ানো।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
ব্যাংক খাতের টেকসই পুনর্গঠনে বিশ্বব্যাংকের ১০ সুপারিশ
বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য আরও বাড়তে পারে: বিশ্বব্যাংক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?