X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

পুনর্বহালের দাবি বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ২ হাজার ২০০ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে ‘ভিকটিম পুলিশ পরিবার’। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের পতন ঘটেছে। এই দীর্ঘ সময়ে স্বৈরশাসক দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারমধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ পুলিশ। বিগত স্বৈরাচারী সরকারের আমলে অন্যায়ভাবে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করার মাধ্যমে পুলিশ বাহিনীর নিম্নপদস্থ কর্মচারীদের মনে চাকরি হারানোর আতঙ্ক সৃষ্টি হয়। এরই ফলস্বরূপ জুলাই-আগস্ট বিপ্লবে পুলিশ বাহিনীর কিছু সিনিয়র দানবের অবৈধ আদেশ পালন করে চাকরি বাঁচাতে অনিচ্ছা স্বত্ত্বেও গণহত্যার মতো অপরাধ করতে বাধ্য হয়।

স্বৈরাচারী সরকারের আমলে পুলিশ বাহিনীর বেশিরভাগ সিনিয়র কর্মকর্তা পুলিশ বাহিনীকে দানবে পরিণত করতে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ মামলা দিয়ে চাকরিচ্যুত করেছে বলেও অভিযোগ করেন তারা। বিভাগীয় মামলা তদন্তের ক্ষেত্রে ন্যয়সঙ্গত কোনও প্রসিডিউর অনুসরণ করা হয়নি উল্লেখ করে তারা বলেন, তদন্তকারী কর্মকর্তা, তদন্ত, মিথ্যা সাক্ষ্য গ্রহণসহ সব কিছুতেই তাদের পক্ষের একতরফা নীতি অনুসরন করেছে। তারা এমনভাবে মামলা বানিয়েছে যেন, আদালত থেকেও কোনোভাবে বিবাদী নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে। বিজ্ঞ আদালত হতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রায় পাওয়ার পরও আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি।

চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে এই পুলিশ সদস্যরা বলেন, আজ যখন গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক পালিয়ে গেছে, তখন পুলিশ বাহিনীর কিছু পুরাতন দোসর আমাদের চাকরিতে পুনর্বহাল করার কথা দিয়েও তালবাহানা করছে। আমরা বর্তমান সরকারের বিনীত আবেদন জানাচ্ছি, আমাদের সকল সুযোগ-সুবিধাসহ চাকুরিতে পুনর্বহাল করা হোক এবং বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ‘ভিকটিম পুলিশ পরিবারের’ সমন্বয়ক এস আই মামুন, সমন্বয়ক এস আই জাকারিয়া, মুখপাত্র এ এস আই তৌহিদ মন্ডল, ভারপ্রাপ্ত সমন্বয়ক এ এস আই সাইফুল, সমন্বয়ক কনস্টেবল সাদ্দাম হোসেন ও সমন্বয়ক কনস্টেবল আরাফাতসহ চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
ডিআইজি মোল্যা নজরুল ও এসপি আব্দুল মান্নান সাময়িক বরখাস্ত
পল্লবীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
নির্বাচনের সময় পুলিশকে শক্ত থাকতে বললেন প্রধান উপদেষ্টা
সর্বশেষ খবর
টঙ্গীতে ওয়ালটনের নতুন শোরুম উদ্বোধন
টঙ্গীতে ওয়ালটনের নতুন শোরুম উদ্বোধন
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল