X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সভায় দুই সদস্যের নাম চূড়ান্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৮

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের প্রথম সভায় দু’জন সদস্যের নাম চূড়ান্ত করা হয়েছে। কাউন্সিলের গেজেট প্রকাশের পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান বিচারপতির কনফারেন্স কক্ষে কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেটে প্রকাশিত ধারা ৩(২) এর (ঙ) (ছ) উপধারায় বর্ণিত দুই জন সদস্য নিয়োগ নিয়ে আলোচনা এবং তাদের নাম চূড়ান্ত করা হয়। তারা হলেন— ধারা ৩(২) এর (ঙ) উপধারা মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম এবং ধারা ৩(২) এর (ছ) উপধারা মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক সুমাইয়া খায়ের। এই দুই সদস্যসহ আগামী ২৫ ফেব্রুয়ারি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে। 

প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের সামনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের রূপরেখা নির্ণীত করে একটি পরিপূর্ণ রোডম্যাপ তুলে ধরেন, যাতে অন্যান্য বিষয়ের সঙ্গে দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিষদ গবেষণা পরিচালনাপূর্বক একটি প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এই প্রস্তাবে বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিশিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের গত ২১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেট জারি হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের নিমিত্ত বা পরামর্শ প্রদান প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে সহায়তা করার উদ্দেশ্যে, এই অধ্যাদেশ উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে এবং তা ‘সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ নামে অভিহিত হবে।’’ 

এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপার্সনের দায়িত্বে থাকবেন। প্রধান বিচারপতির নেতৃত্বে মোট ৭ সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে। ৭ সদস্যের মধ্যে ৫ জন পদাধিকারবলে সদস্য। পদাধিকারবলে সদস্য ৫ জন হলেন কাউন্সিলের চেয়ারপার্সন (প্রধান বিচারপতি), আপিল বিভাগে কর্মে প্রবীনতম একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীনতম একজন বিচারপতি (বিচারকর্ম বিভাগ হতে নিযুক্ত নয়), বিচারকর্ম বিভাগ হতে নিযুক্ত হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীনতম একজন বিচারপতি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। দুইজন অস্থায়ী সদস্য যারা কাউন্সিলের চেয়ারপার্সন মনোনীত একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ এবং আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক কাউন্সিলের সদস্য হবেন। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
দ্রুত মামলা নিষ্পত্তিতে দেওয়ানি-ফৌজদারি আদালত স্থাপনের উদ‍্যোগ
আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠিত
হাইকোর্টের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি
সর্বশেষ খবর
ভালো কাজ করতে সব দেশেই ধক লাগে: মহসিনা
ভালো কাজ করতে সব দেশেই ধক লাগে: মহসিনা
তোফাজ্জল হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন পেছালো
তোফাজ্জল হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন পেছালো
কালীগঞ্জে কমেছে তিলের আবাদ, কৃষকদের প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ
কালীগঞ্জে কমেছে তিলের আবাদ, কৃষকদের প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ
৬০ বছর পর প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট
৬০ বছর পর প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!