X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘উৎপাদন-কর্মসংস্থান না থাকলে অর্থনীতিকে নিয়ে দোয়া-দরুদ পড়ে লাভ হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৭

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো.আব্দুল মজিদ বলেছেন, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, রেমিট্যান্স ও রিজার্ভ কমে যাচ্ছে। আমাদের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় নিজস্ব অভ্যন্তরীণ রেভিনিউ থেকে একটা বিকল্প পথ বের করতে হবে। গতকাল বাণিজ্য উপদেষ্টা যাকাত নিয়ে কথা বলেছেন। আমরা যেটা বলতে চাই— দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে উৎপাদন ও কর্মসংস্থান যদি না থাকে তাহলে এই অর্থনীতিকে নিয়ে আমি যতই দোয়া-দরুদ পড়ি, কোনও লাভ হবে না। এটা দাঁড়াতে পারবে না। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বাজেট জনগণের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এবারের বাজেট গত ২০২৪-২৫ এর বাজেটের চেয়ে ভিন্ন হবে বলে মন্তব্য করে মো. আব্দুল মজিদ বলেন, ২০২৪-২৫ এর বাজেট বানানো হয়েছে নির্বাচনের বছরে। ক্লাসিক্যাল নিয়মানুযায়ী নির্বাচনের বছরে দুইটা বাজেট হয়। একটা হচ্ছে— প্রথম ছয় মাস যারা পুরানো থাকেন তারা বাস্তবায়ন করবেন। আরেকটা যে সরকার আসবে তারা ঠিক করবে। গতবারের বাজেট এমনভাবে দেওয়া হয়েছে, মনে হয় পৃথিবীতে কিছুই ঘটবে না, সবকিছু ঠিক থাকবে। এরকম একটা বিরাট ব্যয়ের বাজেট তারা (আওয়ামী লীগ সরকার) দিয়ে গেছেন। 

তিনি বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পরে সেই পুরানো বাজেট, ব্যয়ের বাজেটটা ঠিক রেখে আমরা চলছি। একটা অত্যন্ত ভঙ্গুর অর্থনীতি নিয়ে পরবর্তীকালে যে যাত্রা শুরু, এ থেকে কাটিয়ে উঠতে সংগ্রাম চলছে। এর প্রেক্ষাপট আগের তুলনায় ভিন্ন। যার জন্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সুতরাং এই প্রেক্ষাপটে ২০২৫-২৬ এর বাজেটটি হবে অন্যধরনের। এবারের বাজেটের আকার অনেক ছোট হবে। অকাজের, অপব্যয়ের, আত্মসাতের টাকা ফেরানোর বা ঘুরানোর ধান্দা এখানে থাকতে পারবে না এবং থাকার কোনও সম্ভাবনা নেই।

এনবিআরের এই সাবেক চেয়ারম্যান বলেন, সমস্ত জাতিকে যাকাত দেওয়ার ব্যাপারে যদি উদ্বুদ্ধ করতে পারি এবং দায়িত্বশীলতার সঙ্গে যাকাতের টাকা দেয়, তাহলে সে টাকা দিয়ে সরকারের সোশ্যাল সেফটি নেট (সামাজিক নিরাপত্তা) জন্য আলাদা বাজেট লাগবে না। বরং সোশ্যাল সেফটি নেট করে যদি দ্রব্যমূল্য ঠেকানো যায় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটের জন্য হাহাকার করতে হবে না।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার
৩ দাবিতে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মানববন্ধন
৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ালো রেমিট্যান্স
সর্বশেষ খবর
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!