X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইফতারের আগে মেট্রোরেলে উপচে পড়া ভিড়, ট্রেন বাড়ানোর দাবি

জুবায়ের আহমেদ
০৪ মার্চ ২০২৫, ২২:০০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২২:০৪

রমজান মাস এলেই রাজধানী ঢাকার মেট্রোরেলে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে ইফতারের আগে এই ভিড় চরম পর্যায়ে পৌঁছায়। কর্মব্যস্ত মানুষের সঙ্গে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ সময় মেট্রোরেলে উঠতে হুমড়ি খেয়ে পড়েন। ফলে স্টেশনে দেখা দেয় বিশৃঙ্খল পরিস্থিতি।

মঙ্গলবার (৪ মার্চ) তৃতীয় রোজার দিন রাজধানীর উত্তরা, আগারগাঁও, ফার্মগেট ও মতিঝিলসহ বিভিন্ন স্টেশনে ঘুরে দেখা যায়, ইফতারের আগ মুহূর্তে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীরা জানান, ইফতারের আগে গন্তব্যে পৌঁছাতে সবাই দ্রুত মেট্রোরেলে ওঠার চেষ্টা করেন, এতে স্টেশনে দীর্ঘ লাইন পড়ে যায়। একটি ট্রেন আসার পর যাত্রীরা একসঙ্গে উঠতে চায়, ফলে দরজার সামনে প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়। এতে করে অনেকেই ট্রেনে উঠতে পারেন না। 

মেট্রোরেলে উঠতে পারলেও গাদাগাদি করে দাঁড়ানো যাত্রীদের মধ্যে কেউ কেউ কষ্ট করে ছোট্ট জায়গায় নিজেকে সামলানোর চেষ্টা করেন। অনেকে হাতল বা সিট ধরে ঝুলে থাকেন, অনেক সময় ভিড়ের কারণে দরজা পর্যন্ত বন্ধ হতে দেরি হয়।

মেট্রোরেলের স্টাফরা ধাক্কা দিয়ে দরজা বন্ধের চেষ্টা করছেন

ওঠানামা যেন যুদ্ধ

মিরপুর ১০ স্টেশনে অপেক্ষমাণ এক যাত্রী ইউসুফ রানা বলেন, ‘আমি প্রতিদিন সন্ধ্যার সময় অফিস শেষে মেট্রোরেল ধরি। কিন্তু রমজানে ইফতারের আগে ভিড় এতটাই বেড়ে যায় যে উঠতে পারবো কিনা সে নিয়েই দুশ্চিন্তায় থাকতে হয়।’

অন্য এক যাত্রী আরিফুল হক বলেন, ‘ট্রেনে ওঠার পর স্বস্তি পাই না, গাদাগাদি অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়। এক হাতে ব্যাগ, অন্য হাতে হ্যান্ডেল ধরারও সুযোগ পাই না।’

সুফিয়া ইসলাম নামে আরেক নারী যাত্রী বলেন, ‘নারীদের জন্য আলাদা কোচ থাকলেও সেটাতে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। তাছাড়া, পুরুষদের গাদাগাদির কারণে স্টেশনে ওঠানামাও কঠিন হয়ে যায়।’

ট্রেনের অপেক্ষায় ভিড় বাড়তে থাকে যাত্রীদের

ট্রেন বাড়ানোর দাবি

চাপ ও ভোগান্তি কমাতে ট্রেন বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। তারা বলেন, দুই ট্রেনের মধ্যবর্তী সময় কমিয়ে আনলে দ্রুত সময়ে স্টেশন খালি হয়। অন্যথায় লম্বা সময় অপেক্ষার কারণে প্ল্যাটফর্মে যাত্রীর চাপ বাড়তে থাকে।

রবিউল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘রোজায় যাত্রী চাপ বাড়বে এটাই স্বাভাবিক। গত দুই বছর ধরে দেখে আসছি এই চিত্র। এই সময়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেনের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি।’

একই দাবি জানিয়ে আরেক যাত্রী আবির হোসেন বলেন, ‘ইফতারের সময় তো ফিক্সড। এই সময়ের মধ্যেই আমাদের তাড়া থাকে বাসায় ফেরার। তাই সরকার চাইলে বিকালে ট্রেন বাড়াতে পারে।’

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
সর্বশেষ খবর
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ