ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেছেন, বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার অবদান অনেক বেশি। আপনারা নিয়মিত অনেক সংবাদ প্রকাশ করছেন। যত বেশি সংবাদ প্রকাশিত হবে, তত গণতন্ত্র উন্নত হবে। আমাদের দেশ এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর পুরান ঢাকার অভিজাত হোটেলে কোর্ট রিপোর্টার ইউনিটির (সিআরইউ) ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ইসলামের তিনটি জিনিস আমার কাছে আশ্চর্য লাগে। হজ, ঈদগাহ মাঠের জামাত ও ইফতার। হজ ও ঈদগাহে অন্য ধর্মাবলম্বীরা যেতে পারে না। কিন্তু ইফতারে সব ধর্মাবলম্বীরা মিলে আমরা ইফতার করতে পারি। তাদের সঙ্গেও একটা সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। এ তিনটির মাধ্যমে মুহাম্মদ (সা.) এর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ ছিল মুসলানদের ভাতৃত্ব বোধ বাড়ানো। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। সেজন্য রাসুল (সা.) দূরে গিয়ে ঈদগাহে নামাজ পড়তে বলেছেন। এখন তো ঘরে ঘরে মসজিদ দেখা যায়।
ইফতার মাহফিলে ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খুরশীদ মিয়া আলম বলেন, রোজার মাস আমাদের জন্য খুশীর ও আনন্দের। শারীরিক মানসিক ও চারিত্রিক সব দিক বিবেচনায় রোজা আমাদের একটা নিয়মানুবর্তিতার মধ্যে রাখে। মানুষের ত্রুটি বিচ্যুতি ক্ষমার মাস রমজান। রমজানের প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন। সেজন্য মুসলমান হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। এছাড়া এ মাসে কুরআনও অবতীর্ণ হয়েছে।
ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার, সাবেক সভাপতি হাসিব বিন শহিদ ও বর্তমান সাধারণ সম্পাদক মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক নাইমুর রহমান, দফতর সম্পাদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান রিফাত, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রকি আহমেদ ও কার্যনির্বাহী সদস্য তসলিম হোসেন (রনি) উপস্থিত ছিলেন।