ঢাকা মহানগরীতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের পুলিশি কার্যক্রম আরও জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রমে ১৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় (১৪ মার্চ) ঢাকা মহানগরের ৫০টি থানা এলাকার নিরাপত্তা নিশ্চিতে ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। এর মধ্যে ৩৪০টি টিম রাতের সময় এবং ৩২৭টি টিম দিনের বেলায় দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ছিল ১১৫টি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপি মোট ১৯৬ জন গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ১১ জন ডাকাত দলের সদস্য, ১৩ জন পেশাদার ছিনতাইকারী, ৩ জন চাঁদাবাজ, ৮ জন চোর, ১৪ জন মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।
এ সময় গ্রেফতারদের কাছ থেকে ১টি সামুরাই, ৩টি চাকু, ২টি দা, ১টি সুইচ গিয়ার, ৫টি লোহার রড, ৩টি ল্যাপটপ, ২০টি টিন, ১টি প্রাইভেটকার এবং নগদ এক লাখ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।