X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির ঈদ জামাত, ১০ হাজার মুসল্লির ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৭:৫৬আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:৫৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে বড় ঈদ জামাত আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ডিএনসিসির প্রস্তুতি সভায় এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল ৯টায় ঈদ আনন্দ মিছিল শুরু হবে।

সভা শেষে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান জানান, ঈদ জামাতের জন্য ১০ হাজার মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়েছে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকবে এবং ওযুর জন্য পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

১০ হাজার মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে

ঈদের জামাত শেষে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল শুরু হবে জানিয়ে তিনি বলেন, মিছিলটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও প্রধান সড়ক হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। এই বর্ণাঢ্য মিছিলে থাকবে ঘোড়ার গাড়ি, ঢোল, বাদ্যযন্ত্রসহ নানা আয়োজন। পাশাপাশি মিছিলে ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে ন্যায্য ঢাকা গড়ার বার্তা দেওয়া হবে।

মিছিল শেষে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে অংশগ্রহণকারীদের জন্য সেমাই ও মিষ্টির ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

এছাড়া বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এ বছরই প্রথমবারের মতো ঈদ আনন্দ উৎসব আয়োজন করছে ডিএনসিসি।

ঈদ আনন্দ উৎসব ডিএনসিসি আয়োজন করলেও বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতায় রয়েছে ডিএমপি, ইসলামিক ফাউন্ডেশন, পিডব্লিউডি ও ঢাকা ওয়াসা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
চকবাজারে স্টোভের আগুনে দগ্ধ নারীর মৃত্যু
নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু