X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সোশ্যাল মিডিয়া ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের কড়াকড়ি আরোপ বেবিচকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১১:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:৩৮

কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত রবিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে বলা হয়, আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কিছু কর্মকর্তা-কর্মচারী তাদের সামাজিক মাধ্যমে নানা ধরনের পোস্ট দিচ্ছেন ও ছবি আপলোড করছেন। এ ছাড়া বিভিন্ন পোস্টে রাজনৈতিক বক্তব্যও দেওয়া হচ্ছে। এতে বেবিচকের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হচ্ছে। একই সঙ্গে কাজের পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিতে পারে। তাই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই আদেশ জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ পরিমার্জিত সংস্করণ জারি করা হয়েছে। ওই নির্দেশনায় সামাজিক মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান এবং কর্মকর্তা বা কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা হয়েছে- এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতের বিষয়টি উল্লেখ রয়েছে।

বেবিচকের নির্দেশগুলো হলো— সামাজিক মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকা; জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকা; কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থি কোনও তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না; সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে- এমন কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকা।

এ ছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনও সার্ভিস বা পোশাক হেয়প্রতিপন্ন করে— এমন কোনও পোস্ট দেওয়া থেকে বিরত থাকা; লিঙ্গবৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনও তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না; জনমতে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়ে লেখা অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা যাবে না; ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং অন্য কোনও রাষ্ট্র বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সংবলিত কোনও পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
বেবিচক সব সময় তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: চেয়ারম্যান
বেবিচক চেয়ারম্যান কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত
শাহজালালের থার্ড টার্মিনালশেষ সময়ে বদলে গেলো প্রকল্প পরিচালক, প্রশাসনিক জটিলতার শঙ্কা
সর্বশেষ খবর
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’