X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৮:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:০৭

ভাসানচরকে হাতিয়া উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছেন হাতিয়ার সাধারণ মানুষ।

বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হাতিয়া দ্বীপ সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনের আগে প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনও করেন তারা।

লিখিত বক্তব্যে হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম বলন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের অনুমোদনক্রমে ২০১৬-২০১৭ সালের দিয়ারা জরিপে নতুন সৃষ্ট ভাসানচর অংশটি সঠিকভাবে হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর কর্তৃক ২০১৬-২০১৭ সালে নতুন ভাসানচর অংশটির (ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা ও কেউয়ার চর) দিয়ারা জরিপ সম্পন্ন করা হয়। এই দিয়ারা জরিপের রেকর্ড ২০১৮ সালের এপ্রিল মাসের ১৮ তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত হয়। প্রকাশিত গেজেটে ভাসানচর অংশের ৬টি মৌজা নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালে জনৈক সন্দ্বীপবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইনভিত্তিক সমাধানের জন্য রুল জারি করে। পরবর্তী সময়ে সব কার্যক্রম সম্পন্ন করে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি ভাসানচরকে হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করে গেজেট নোটিশ জারি হয়েছে। ভাসানচর অংশের সর্বশেষ জরিপ অনুযায়ী, বর্ণিত ৬টি মৌজা নিয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের অধীন ভাসানচর থানা রাষ্ট্রপতির আদেশক্রমে গঠিত হয়, যা ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর দূরভিসন্দিমূলকভাবে চলতি বছরের মার্চের  ২৩ তারিখে জোনাল সেটেলমেন্ট অফিস চট্টগ্রাম, নোয়াখালী (হাতিয়া) ও চট্টগ্রাম (সন্দ্বীপ) অংশের সীমানা নির্ধারণ বিষয়ক প্রতিবেদন প্রেরণ করে এবং একই তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির নিমিত্তে গঠিত কমিটির প্রথম সভার কার্য বিববরণীর সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ জারি করেন, যা সুস্পষ্ট প্রশাসনিক ষড়যন্ত্র বলে আমরা মনে করি।

তিনি বলেন, সার্বিক বিশ্লেষণে দেখা যায়, জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয়, চট্টগ্রাম এর ২৩ মার্চ তারিখের ১৩০(২) নম্বর স্মারকের প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত, ত্রুটিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট। এঘটনায় আমরা হাতিয়াবাসী হতাশ ও সংক্ষুব্ধ।

এ বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মো. মাহফুজুল হক, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মো. কারিমুল হাই নাঈম, হাতিয়া দ্বীপ সমিতির সাবেক সভাপতি মো. হেদায়েত হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, নোয়াখালী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ মিজানুল হক মামুন প্রমুখ।

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
সিগারেটে করারোপের ধারা বাজেটে অব্যাহত রাখার আহ্বান
মালদ্বীপের প্রেসিডেন্টের ১৫ ঘণ্টার ম্যারাথন সংবাদ সম্মেলন
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি মেন ফাউন্ডেশনের
সর্বশেষ খবর
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স কাতা‌রে পৌঁ‌ছে‌ছে
খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স কাতা‌রে পৌঁ‌ছে‌ছে
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর