X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৭:২৪আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭:২৪

সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২০ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে গত ২৭ মার্চ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আবেদন করেন আইনজীবী মনির উদ্দিন।

আবেদনে বলা হয়, বিগত কয়েকদিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে— যা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধে অবজ্ঞা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আইনজীবীর সহকারী ব্যতীত সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে বাকি সব ব্যক্তির আইডি প্রদর্শন এবং মোবাইল নম্বরসহ ব্যক্তিদের ঠিকানা, মোবাইল নম্বর, আইডি দেখে প্রবেশ করা বাধ্যতামূলক করা প্রয়োজন। আমার আশঙ্কা হচ্ছে যে, এক সময় দেশের বিভিন্ন আদালতে প্রাঙ্গণে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। ফলে সুপ্রিম কোর্টের আঙ্গিনায় অভিনব পদ্ধতি অনুসরণ করে ওই ধরনের ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে। আইনজীবী ও আইনজীবী সহকারীদের কোর্টে প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। বাকি সবার ক্ষেত্রে রেজিস্ট্রার এন্ট্রি করে বিধি অনুাযায়ী কোর্টে প্রবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তবে আবেদনে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মনির উদ্দিন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট বারের সভাপতি বাসেত ও সম্পাদক বায়োজীদ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনার দাবি কায়সার কামালের
ট্রাম্পকে যুদ্ধকালীন আইন ব্যবহার করে নির্বাসনের অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন