এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিল এবং পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষার দাবিতে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ চলমান অবস্থান কর্মসূচির ১৫১তম দিনে ১৫৭ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।
মঙ্গলবার (১৩ মে) সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়— পরিবেশ ছাড়পত্রবিহীন, নাগরিক অধিকার হরণকারী এবং রাষ্ট্রীয় অপচয়ের উদাহরণ এই সংযোগ সড়ক প্রকল্পটি। এতে পান্থকুঞ্জ পার্কের প্রায় ২০০০ গাছ কাটা হয়েছে এবং হাতিরঝিলের জলাধার ভরাট করা হয়েছে, যা পরিবেশগত আইন লঙ্ঘন করছে।
বিশিষ্টজনেরা উল্লেখ করেন, উন্নয়নের নামে পরিবেশ বিনাশী প্রকল্প গ্রহণ করা সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ লঙ্ঘন। তারা পান্থকুঞ্জ ও হাতিরঝিল রক্ষায় সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
১৫১ দিন ধরে তরুণদের অহিংস আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পান্থকুঞ্জ ও হাতিরঝিল রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।