X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আন্দোলনকারীদের প্রতি ইশরাকের বিশেষ অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মে ২০২৫, ১২:২৭আপডেট : ২০ মে ২০২৫, ১২:২৭

উচ্চ আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে আজ সপ্তম দিন ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দক্ষিণ সিটির বাসিন্দারা। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে তারা; যা এখনও চলমান রয়েছে।

সকালে নগরভবন এলাকায় ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে মিছিল এসে নগরভবনের সামনে জড়ো হচ্ছে। এরপর গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে বঙ্গ মার্কেট পর্যন্ত তারা অবস্থান নেয়।

আন্দোলনকারীরা বলেছেন, ইশরাক হোসেনের শপথ নিয়ে অন্তর্বর্তী সরকার তালবাহানা করছেন। তারা আদালতের রায় অবমাননা করেছেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণ করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এছাড়াও আন্দোলনকারীরা গণ-অনশন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে সোমবার আন্দোলনকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে এই সংকটের জন্যে দায়ী করে তার কুশপুতুল পোড়ায় ও তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে। 

এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে আজ মঙ্গলবার (২০ মে) নিজের ভেরিফয়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনও রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদের সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’ 

ইশরাক হোসেন ওই পোস্টে আরও উল্লেখ করেন, ‘অনেক তো দেখে আসছি, আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করবো, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেবো। নির্বাচনি স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেবো। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করবো। কিন্তু ভাষা ও ব্যবহার... যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ, হিসাব অবরুদ্ধ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
সানস্ক্রিন ব্যবহারের এই নিয়মগুলো জানতেন?
সানস্ক্রিন ব্যবহারের এই নিয়মগুলো জানতেন?
ছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
‘বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি’
সিরাজগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম‘বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ