X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাক হোসেনের শপথ নিয়ে যা বলছে স্থানীয় সরকার বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১০:৩৪আপডেট : ২৭ মে ২০২৫, ১০:৩৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বিষয়টি বর্তমানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকায় শপথ পাঠের সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২২ মে ২০২৫ তারিখে ইশরাক হোসেনের শপথ গ্রহণ সংক্রান্ত একটি রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর বিভাগটি সার্বিক প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু ২৫ মে ইশরাক হোসেন নিজেই তার আইনজীবীর মাধ্যমে পুনরায় হাইকোর্টে রিট দাখিল করেন। এর ঠিক পরদিন, ২৬ মে, একজন নাগরিক আগের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি চেয়ে ‘লিভ টু আপিল’ দাখিল করেন।

ফলে বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন থাকায় চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, বর্তমানে বিষয়টি সর্বোচ্চ আদালতের বিচারাধীন, তাই শপথ পাঠের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
ইশরাকের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ
অবরুদ্ধ নগরভবন, বন্ধ সব ধরনের সেবা
‘ইশরাককে শপথ পড়ানো না হলে নগরভবনের তালা খোলা হবে না’
সর্বশেষ খবর
আইএমএফ অসন্তুষ্ট হলেও কৃষিতে ভর্তুকি কমবে না
বাজেট ২০২৫-২৬আইএমএফ অসন্তুষ্ট হলেও কৃষিতে ভর্তুকি কমবে না
রোগ প্রতিরোধে মনোযোগ না দিলে হাসপাতাল বানিয়ে লাভ নেই : স্বাস্থ্য উপদেষ্টা
রোগ প্রতিরোধে মনোযোগ না দিলে হাসপাতাল বানিয়ে লাভ নেই : স্বাস্থ্য উপদেষ্টা
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭টি গরু লুট
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭টি গরু লুট
সর্বাধিক পঠিত
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
যুদ্ধাপরাধের বিচারের নামে ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচার চাইলেন এটিএম আজহার
যুদ্ধাপরাধের বিচারের নামে ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচার চাইলেন এটিএম আজহার
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সাবেক মন্ত্রী হীরাকে বাসায় পৌঁছে দিলো পুলিশ
সাবেক মন্ত্রী হীরাকে বাসায় পৌঁছে দিলো পুলিশ