X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ইশরাককে শপথ পড়ানো না হলে নগরভবনের তালা খোলা হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৬:৪৮আপডেট : ২৭ মে ২০২৫, ১৬:৪৮

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে নগরভবনের তালা খোলা হবে না বলে জানিয়েছেন তার কর্মী সমর্থকরা।

মঙ্গলবার (২৭মে) বেলা ১২টার দিকে নগর ভবনের বাইরের ফটকে ‘অবস্থান কর্মসূচি’ থেকে এ কথা জানান বিক্ষোভকারীরা।

তবে নগরভবনে তালা বন্ধ থাকলেও নাগরিকসেবার সঙ্গে সম্পর্কিত পরিচ্ছন্ন বিভাগের কাজ চলমান থাকবে বলে জানান এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, সিটি করপোরেশনের জরুরি সেবার কাজটি চলমান থাকবে। এই বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মালামাল নিতে পারবেন। শহরে ময়লা আবর্জনার যেন কোনও স্তূপ না হয়, সাধারণ নাগরিকদের যেন কোনও ধরনের ভোগান্তি না পোহাতে হয়, তার জন্য এই সেবা চালু থাকবে।

মশিউর রহমান বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে আমরা আবারও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামবো। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।

উল্লেখ্য, ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে এই আন্দোলন শুরু হয়। মঙ্গলবারও বেলা ১১টা থেকে নগর ভবনের বাইরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থক ও দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের একটি বড় অংশ। এতে নগর ভবনে বন্ধ হয়ে যায় সব ধরনের নাগরিক সেবা।

নগরভবনে তালা, ভোগান্তিতে নগরবাসী

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র করার দাবি টানা সপ্তাহ খানেকের বেশি সময় ধরে নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছে ইশরাকের সমর্থকরা। ফলে নগর ভবনকেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, নগর ভবনের ফটকগুলোয় তালা ঝুলছে। ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসী’র ব্যানারে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন।

এ সময় তাদের ‘দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ স্লোগান দিতে শোনা যায়।

এদিকে নগরভবনের সেবা নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক বাসিন্দা। ফরিদ উদ্দিন নামে একজন বাংলা ট্রিবিউনকে বলেন, ইশরাকের কর্মী সমর্থকদের আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের কারণে আমরা সেবা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছি। গত এক সপ্তাহ ধরে আমার মেয়ের জন্মনিবন্ধনের কাজ করতে পারছি না। কবে করতে পারবো তারও কোনও নিশ্চয়তা নেই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন  বলেন, কোর্ট রায় দেওয়া সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে তিনি শপথ নিতে পারছেন না। আজকে সাধারণ জনগণের যেই ভোগান্তি নাগরিকরা যে সেবা পাচ্ছে না. তার জন্য মূলত দায়ী উপদেষ্টা।

নাগরিক সেবার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, চলমান এই আন্দোলনের ফলে গত ১৪ দিন জন্মনিবন্ধন, সড়কের উন্নয়ন কাজ, ট্রেড লাইসেন্স, ট্যাক্স প্রদানসহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত নগরবাসী। এই আন্দোলন যত দীর্ঘ হবে নগরবাসীর ভোগান্তিও তত বেশি হবে।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ইশরাকের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ
অবরুদ্ধ নগরভবন, বন্ধ সব ধরনের সেবা
ইশরাক হোসেনের শপথ নিয়ে যা বলছে স্থানীয় সরকার বিভাগ
সর্বশেষ খবর
পটুয়াখালীতে তিন দিন ধরে টানা বৃষ্টি
পটুয়াখালীতে তিন দিন ধরে টানা বৃষ্টি
সরকারি দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
সরকারি দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের দুই পা বিচ্ছিন্ন
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের দুই পা বিচ্ছিন্ন
টাইলসের দাগ দূর করার টিপস জেনে নিন
টাইলসের দাগ দূর করার টিপস জেনে নিন
সর্বাধিক পঠিত
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা