সচিবালয়ে কর্মরত ৪৪ কর্মকর্তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র আন্দোলন।
জনদুর্ভোগ বিবেচনায় আজকে সরে যাচ্ছেন বলে জানান তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধারাবাহিক কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর ২টায় প্রথমে জুলাই মঞ্চের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেনে আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের কোনও স্থান হবে না। তাদেরকে এক সপ্তাহের মধ্যে সরাতে হবে। এর মধ্যে আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় একই স্থানে আন্দোলনকারী অপর সংগঠন বিপ্লবী ছাত্র আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে। যদিও কিছুক্ষণ পর এ সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ সোহেল বলেন, ঈদের মৌসুম ও জনদুর্ভোগ বিবেচনা করে তারা একটি মিছিল করে সরে যাবেন। ঘোষণা অনুযায়ী তাদের একটি মিছিল ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু করে প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার সচিবালয়ের সামনে এসে শেষ হয়। আরিফ সোহেল জানান, আপাতত তাদের আর কোনও কর্মসূচি নেই।
এর আগে, মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে সচিবালয়ে কর্মরত দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর ৪৪ আমলার অপসারণ চেয়ে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করে এই দুটি সংগঠন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অনেকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে ৪৪ কর্মকর্তার ছবি সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
প্রসঙ্গত, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে গত কয়েক দিন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের আন্দোলন চলছে।
তাদের প্রতিহত ও ৪৪ আমলার অপসারণের দাবিতে মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সচিবালয়ের বিপরীত পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে গণসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।