জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তির প্রাক্কালে রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার প্রশ্নে জাতির সামনে স্পষ্ট অবস্থান ও সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম ‘নাগরিক কোয়ালিশন’। সংগঠনটি জানায়, ‘এই মুহূর্তে সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত ও জাতীয় ঐকমত্যই পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।’
মঙ্গলবার (৩ জুন) এক বিবৃতিতে একথা জানায় সংগঠনটি।
বিবৃতিতে নাগরিক কোয়ালিশন জানায়, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মানবতাবিরোধী অপরাধের বিচার ও সংবিধান সংস্কারের উদ্যোগ নিলেও রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় অস্বচ্ছতা তৈরি হওয়ায় সমাজে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি হচ্ছে।
আশঙ্কা প্রকাশ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সঠিক রোডম্যাপ ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থ হতে পারে।
এ সময় নাগরিক কোয়ালিশন ৩টি দাবি জানায়। দাবিগুলো হলো— জুলাইয়ের মধ্যে সাংবিধানিক সংস্কারে জাতীয় ঐকমত্য অর্জন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এবং অবিলম্বে নির্বাচনের সময়সূচি ঘোষণা।