X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

আবারও শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৫:২৩আপডেট : ১৫ জুন ২০২৫, ১৫:২৩

দুই মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শতাধিক শ্রমিক। তারা গাজীপুরের সিজন্স ড্রেসেস লিমিটেডে কর্মরত।

রবিবার (১৫ জুন) বেলা ১১টা থেকে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রম ভবনের সমানে অবস্থান নেন আন্দোলনকারীরা।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিজন্স ড্রেসেস লিমিটেডের ১ হাজার ২০০ শ্রমিক দুই মাস ধরে বেতন পাননি। আরেক মাসও শেষ পর্যায়ে। কিন্তু বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাছাড়া গেলো দুই ঈদে বোনাস পাননি তারা। এ নিয়ে মালিকপক্ষ কোনও ধরনের আশ্বাসও দেয়নি।

বিক্ষোভকারীরা বলেন, ঈদের আগেও আমরা আন্দোলন করেছি। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, ঈদের পর বিষয়টি সমাধান করা হবে। সে পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন থেকে সরে যাই। কিন্তু দাবি পূরণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

আন্দোলনকারী শ্রমিক নেতা রুহুল আমিন বলেন, বেতন না পেলেও এতদিন আমরা কাজ করেছি। কিন্তু বেতন পাবো কী পাবো না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে আবারও রাজপথে নেমেছি।

তিনি জানান, বিকাল থেকে তাদের অন্য সহকর্মীরাও অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন। আগামীকাল চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

অন্যদিকে টিএনজেড গ্রুপের আটটি কারখানার শ্রমিকদের প্রতিশ্রুত বকেয়া বেতনের ৫ কোটি টাকাও আজ বুঝিয়ে দেওয়ার কথা। সেই টাকা না পেলে তারাও কঠোর আন্দোলনে যেতে পারেন বলে জানান কয়েকজন শ্রমিক নেতা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বাড্ডায় পোশাকশ্রমিক নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
শেকড় পাবনার আন্দোলনে পিজেএফের সমর্থন
অনির্দিষ্টকালের জন্য ‘সাউদার্ন নীটওয়্যার লিমিটেড’ বন্ধ ঘোষণা 
সর্বশেষ খবর
দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন
দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন
শিক্ষার্থীদের মল পরীক্ষায় সহযোগিতা দিতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশ
শিক্ষার্থীদের মল পরীক্ষায় সহযোগিতা দিতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশ
বিগত সরকারের আমলে ২০০ প্রবাসীকে জোর করে দেশে ফিরিয়ে আনার অভিযোগ
বিগত সরকারের আমলে ২০০ প্রবাসীকে জোর করে দেশে ফিরিয়ে আনার অভিযোগ
জুলাই এখনও বিক্রি হচ্ছে: ‘দ্য রেড জুলাই’
জুলাই এখনও বিক্রি হচ্ছে: ‘দ্য রেড জুলাই’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি