X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাস্তায় মানুষের ভিড় বাড়ছে

সঞ্চিতা সীতু
০৫ এপ্রিল ২০২০, ১৯:৪৪আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৪০

মিরপুর বাংলা কলেজ সংলগ্ন রাস্তার পাশে কেনাকাটা করতে মানুষের ভিড় (ছবি সাজ্জান হোসেন)

ঢাকার রাস্তায় রবিবার (৫ এপ্রিল) মানুষের ভিড় বেড়েছে। গত ২৬ মার্চ ছুটি শুরুর পর থেকে এত মানুষকে রাস্তায় দেখা যায়নি। রাস্তায় গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি দেখা গেছে অনেক। লক্ষণীয় মাত্রায় বেড়েছে রিকশার সংখ্যাও।

রাস্তার মোড়ে মোড়ে পুলিশ প্রহরা থাকলেও মানুষজন নানা  অজুহাত দেখিয়ে ঘরের বাইরে আসছেন।  পুলিশের তরফ থেকে মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হলেও তাতে সাধারণ মানুষের খুব একটা সাড়া দিচ্ছে না।  দিন যত যাচ্ছে মানুষ তত বেশি ঘরের বাইরে বেরিয়ে আসছেন।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকেও বারবার মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। বলা হচ্ছে জনসমাগম এড়িয়ে চলতে। কিন্তু রাজধানীর রামপুরা, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, পল্টন, গুলিস্তান, শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় মানুষের জটলা দেখা গেছে। যাদের অধিকাংশই স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্বেও নেই।

গত কয়েক দিনের তুলনায় রবিবার রাস্তায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ঢাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ফিরে আসা। রাস্তায় ব্যক্তিগত গাড়ি ছাড়া যাদের দেখা গেছে তাদের প্রায় সকলেই নিম্নবিত্ত।

শান্তিনগর মোড়ে সাফায়েত নামে একজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অনেক দিন ঘরের মধ্যে আটকা। কিছুই ভাল লাগছিল না তাই একটু বের হয়েছি। আবার এখনই চলে যাব। এই সময়ে ঘরের বাইরে বের হওয়া ঝুকিপূর্ণ জানেন কিনা—জিজ্ঞেস করলে বলেন, আমিতো মাস্ক পরেই বের হয়েছি।

রাস্তায় মানুষের ভিড় বাড়ছে (ছবি সাজ্জাদ হোসেন)

সংশ্লিষ্টরা বলছেন, মানুষ যদি এভাবে ঘরের বাইরে বের হতে শুরু করে আর  অবাধে যাতায়াত করেন তাহলে করোনার বিস্তার রোধ করা কঠিন হবে। গত শনিবারের তুলনায় রবিবার করোনা আক্রান্তের হার দ্বিগুণ বেড়েছে। শনিবার ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। রবিবার সে সংখ্যা দাঁড়িয়েছেন ১৮ জনে। ঢাকার বাসাবো, মিরপুর এবং টোলারাবাগ তিনটি এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ মনে করছে স্বাস্থ্য অধিদফতর। সঙ্গত কারণে ঢাকায় জনসমাগম বাড়লে করোনার বিস্তার বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

রাস্তায় বাড়ছে গাড়ির সংখ্যাও

 

 
/এমআর/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
সর্বশেষ খবর
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?