X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তাজরীন গার্মেন্টস মালিকের দ্রুত বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৮:২০আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৮:২২

তাজরীন গার্মেন্টস মালিকের দ্রুত বিচার দাবি আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্ট মালিক দেলোয়ার হোসেনের শাস্তি দাবি করে সংহতি প্রকাশ করেছে বিবর্তন সাংস্কৃতি কেন্দ্র। একই সঙ্গে তারা আহত শ্রমিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীন গার্মেন্টসের আহত শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে এসে এই সংহতি প্রকাশ করেন তারা। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমিরুণ নুজহাত বলেন, ‘আইনের শাসন বলে এদেশে কিছুই অবশিষ্ট নেই। যদি থাকতো তাহলে আমরা দেখতাম অবশ্যই দেলোয়ার গ্রেফতার হতো এবং তার শাস্তি হতো। কিন্তু দেখলাম, যারা টাকা আছে, ক্ষমতা আছে তারা নির্বিচারে থাকে। আর যারা শ্রম দেয়, শ্রমটাই যাদের পুঁজি তাদের না খেয়ে মরতে হয়।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকের শ্রম নিয়ে মালিক টাকার পাহাড় গড়ে। সন্তানকে দেশের বাইরে পড়াশোনা করায়। অথচ যাদের শ্রমের বিনিময়ে তিনি এত কিছু করেছেন, তাদের ছেলে মেয়ে লেখাপড়া তো দূরে থাক দুমুঠো ভাত খেতে পারে না। সুতরাং এমন একটি বৈষম্যমূলক সমাজে আমরা যারা সচেতন মানুষ, তাদের উচিত এই শ্রমিকদের পাশে দাঁড়ানো।’

এই সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সুচিকিৎসার দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে তাজরীন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ২৫টির মতো পরিবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে।

 

/এইচএন/এনএস/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ