X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত সবার অজানা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ২০:৫৭আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৭

মধ্যরাতে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত সবার অজানা! রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে লাগা আগুনের সূত্রপাত সম্পর্কে কোনও ধারণা নেই সংশ্লিষ্ট কারোরই। এ আগুনে ৫৫টি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, মধ্যরাতে বস্তিতে আগুন লাগা আর সব দোকান পুড়ে যাওয়ার মধ্যে একটা রহস্য রয়েছে। তারা বলছেন, শুধু বস্তির এই দোকানগুলো পুড়েই ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, মিরপুরের কালশী বস্তির আগুনে ৪৩টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আর আগুনের সূত্রপাত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে এ বিষয়ে কোনও কিছুই ধারণা করা যাচ্ছে না।

বস্তিতে নিত্যপণ্যের দোকানদার আলতাফ মাহমুদ বলেন, করোনাকালে আমার ব্যবসা ভালো যায়নি। গত এক মাস ধরে একটু ভালো চলছিল। নতুন করে আবার কিছু পণ্য উঠিয়েছি দোকানে। সেটাও প্রায় ২ লাখ টাকার হবে। গতকাল রাতের একঘণ্টার আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর পুঁজি বলতে কিছু নাই। আমি আর উঠে দাঁড়াতে পারবো না। কোনোভাবেই বুঝলাম না এত রাতে কীভাবে আগুন লাগলো, নাকি কেউ লাগালো।

পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল দোকানের মালিক শামসুর রহমান বলেন, আমার দোকানে ৩/৪ লাখ টাকার মালামাল ছিল। একঘণ্টা আগুনে সব পুড়ে শেষ হয়ে গেছে। এখানে মোট ১২টি দোকান পুড়েছে। ব্যবসায়ীরা হিসাব করে দেখেছে। আমাদের শুধু দোকানগুলোতে ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

মধ্যরাতে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত সবার অজানা!

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আগুনের সূত্রপাত কী তারা এখনও ফায়ার সার্ভিস থেকে জানতে পারেননি। তারা নিজেরাও ধারণা করতে পারছেন না কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাদের দাবি, এর পেছনে অন্য কোনও হাত থাকতে পারে।

অন্যদিকে এই ১২টি দোকান ছাড়াও আগুনে ৫৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনও হতাহতের সংখ্যা না থাকলেও এই ক্ষত সেরে ওঠে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই বস্তির মানুষের অনেক কষ্ট হবে বলে মনে করেন ঘর হারানো মশিউর।

শেরপুর থেকে এসে একযুগের বেশি সময় ধরে বস্তিতে বসবাস করা ফাতেমা বলেন, মাঝরাতে সবার চিৎকারে ঘর ছেড়ে বের হই। ধোঁয়াতে কিছু চোখে পড়েনি। তারপর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কিছু সময় পর ফায়ার সার্ভিস আসে। তারা পানি ছিটিয়ে আগুন নিভিয়েছে। কিন্তু কোথায় থেকে কী হয়ে গেলো সেটা আমরা বুঝতে পারলাম না। সকাল থেকে বস্তিতে আলোচনা হচ্ছে। এই আগুন ধরেনি। কেউ ধরিয়ে দিতে পারে।

মধ্যরাতে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত সবার অজানা!

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কালশী এলাকার বাউনিয়াবাদের সি-ব্লকের একটি বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

/এসএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস