X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এক কিলোমিটার পথের এক-তৃতীয়াংশই হাঁটার অনুপোযোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

যানজট,  স্বাস্থ্য, পরিবেশ, জ্বালানি, অবকাঠামো   সকল কিছু বিবেচনায় হাঁটা সবচেয়ে সুবিধাজনক যাতায়াত মাধ্যম। অথচ হাঁটার পরিবেশ উন্নত করার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। হাঁটার  জন্য  অবকাঠামো অর্থাৎ ফুটপাত, সমতলে রাস্তা পারাপারে ক্রসিং এর ব্যবস্থা এবং গলি রাস্তায়  প্রয়োজনীয় ব্যবস্থা নেই। বিদ্যমান ফুটপাতগুলিও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার প্রতি নজর দেওয়া হয় না। এজন্য হাঁটতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তি সবচেয়ে বেশি। 

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে কলাবাগান বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার পথে পদযাত্রা করে পরিবেশ বাঁচাও  আন্দোলন   (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার   বাংলাদেশ ট্রাস্ট। নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য নিরাপদ ও স্বচ্ছন্দে  হাঁটার   উপযোগী  পরিবেশ  সৃষ্টির  আহ্বানে’  এই  পদযাত্রা   অনুষ্ঠিত  হয়। সেখানে বক্তারা হাঁটার উপযোগী পরিবেশ তৈরিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

পদযাত্রায় উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক  এম এ মান্নান মনির, ডাব্লিউবিবি ট্রাস্ট এর সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান  ও প্রকল্প কর্মকর্তা  মো.  আতিকুর   রহমানসহ অন্যরা। 

পদযাত্রায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে   কলাবাগান বাসস্ট্যান্ড পর্যন্ত  এক কিলোমিটার ফুটপাত পরিদর্শন করে পবা জানায়, ফুটপাতগুলো যথাযথভাবে তৈরি এবং রক্ষণাবেক্ষণ   করা   হয়নি।   যদিও এখানে র‌্যাম্প (ঢালুপথ) দেয়া হয়েছে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে নিরচ্ছিন্নভাবে ফুটপাত ধরে যাতায়াত সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল পথচারীদের জন্য সমতলে রাস্তা পারাপারের কোনও সুব্যবস্থা নেই।

ফুটপাতে এবং সড়কের পাশে বিভিন্ন ভবন নির্মাণ সামগ্রী, বিভিন্ন স্থান অসমান এবং ভাঙ্গাচোড়া থাকার ফলে পথচারীদের বিড়ম্বনার সৃষ্টি হয় ও দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয় ফুটপাতে অবৈধভাবে ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেলপার্কিং করে রাখা হয়। ফুটপাত পথচারীদের জন্য তৈরি কিন্তু সেখানে তাদের অধিকার ক্রমাগত খর্ব হয়ে চলেছে।

আবু নাসের খান বলেন, রাজধানীর ফুটপাতগুলো শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীসহ সকল পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ। ফুটপাতে বিভিন্ন নির্মাণ সামগ্রী, অবৈধ পার্কিং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের একটি বড় অন্তরায়। যে সকল এলাকায় ফুটপাত আছে তাও নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল পথচারীদের জন্য ব্যবহার উপযোগী নয়। সকল এলাকায় ফুটপাত থেকে সকল প্রতিবন্ধকতা দূর করে প্রশস্ত ফুটপাত পথচারীদের জন্য নিশ্চিত করা প্রয়োজন।

আতিকুর রহমান বলেন, বাংলাদেশে ‘জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা, ২০১৩’ ‘ঢাকা স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লান (এসটিপি)’ তে ‘পথচারীর অগ্রাধিকার’ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা সত্ত্বেও পথচারীদের সুবিধা সৃষ্টিতে বিশেষ করে, নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি জন্য উল্লেখযোগ্য কোন পদক্ষেপ পরিলক্ষিত হয় না। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এম এ মান্নান মনির বলেন, নগরে ফুটপাতগুলো রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন থাকে। ফলে নারীরা ফুটপাতে হাঁটতে নিরাপদ বোধ করেন না। পথচারী বিশেষত নারী পথচারীদের জন্য এ সকল সুবিধা নিশ্চিতকরণে তিনি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন। 

 

/এসএনএস/এফএএন/
সম্পর্কিত
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি