X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২১:১৭আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:১৭

ঢাবি ক্যাম্পাসে গত ২৬ ফেব্রুয়ারি  মশাল মিছিলে পুলিশি  হামলার প্রতিবাদ এবং ২৮ ফেব্রুয়ারি টিএসসি থেকে গ্রেফতার ছাত্রদলের তিন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২রা মার্চ) বিকালে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

সমাবেশে তারা তিন দফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হচ্ছে— ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, টিএসসি থেকে গ্রেফতার তিন ছাত্রসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সব বন্দির নিঃশর্ত মুক্তি এবং লেখক মুশতাক  হত্যার তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মেঘ মাল্লার বসু বলেন,‘এই আইন তৈরি হয়েছে সাংবাদিকতা ঠেকানোর জন্য,মত প্রকাশ ঠেকানোর জন্য,দেশে কী ঘটছে তা জানার অধিকার থেকে বঞ্চিত করার জন্য। এই আইনের সংস্কার নয়,বাতিল চাই।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাইন আহমেদ বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের  অন্য একটা পরিভাষা আমাদের চালু করা দরকার,আর তা হলো-স্বৈরাচার প্রতিরক্ষা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন আমরা বাতিল চাই।’

বাংলা বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, ‘যাদের কাছে অস্ত্র এবং যারা মানুষকে নির্যাতন করে তাদের জামিন হয়। কিন্তু ছাত্ররা যখন মানুষের মুক্তির কথা বলে,কারা হেফাজতে একজন মানুষ মারা যাওয়ায় তার প্রতিবাদ করতে যায়, তাকে গ্রেফতার করা হয়, তার জামিন হয় না। যে ডিজিটাল নিরাপত্তা আইন মরণ ফাঁদের মতো করে তৈরি করা হয়েছে,এ আইন বাতিল চাই। বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষকার্থীদের ধরে নিয়ে গেলো, অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন— গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু রায়হান খান,ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাবির আহমদ রুবেল,সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী তুহিন খানসহ আরও অনেকে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থানের পর সমাবেশ শেষ করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দার আটক
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!