X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ব্যাংক-ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষামেলা শুক্রবার থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ১৮:৩১আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:১৪

প্রিমিয়ার ব্যাংক ষষ্ঠ ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২১ শুরু হচ্ছে কাল।  শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং ১৬ ও ১৭ মার্চ সিলেটে আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মেলা উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত এবং এফবিবিসিআই’র ‘এ’ শ্রেণিভুক্ত একটি শিক্ষা পরামর্শ বিষয়ক বাণিজ্যিক প্রতিষ্ঠান। ২০০৫ সাল থেকে শুরু করে এবার ষষ্ঠবারের মতো এই মেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশের  সর্ববৃহৎ এই শিক্ষামেলা শিক্ষার্থী, বিশ্বের  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সরাসরি সেতু বন্ধন হিসেবে কাজ করে চলেছে। একই ছাদের নিচে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্পট অ্যাডমিশন, শিক্ষা ঋণ, ভিসা প্রসেসিং, ভর্তির সময়কাল, বসবাসের খরচ, শিক্ষাবৃত্তি, সেশনসহ যাবতীয় তথ্য জানার ব্যবস্থা থাকছে। দেশের ৪০টি কনসালটেন্সি প্রতিষ্ঠানের উপস্থিতিতে বিশ্বের ৩০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মেলায় অংশগ্রহণ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জাবলা হয়, মেলায় অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ফাউন্ডেশন, স্নাতক, স্নাতোকত্তর এবং পিএইচডি কোর্সের যাবতীয় তথ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। তারা বর্তমান করোনা মহামারি বাস্তবতায় বিনা খরচে উচ্চশিক্ষা পরামর্শ, ভর্তি মূল্যায়ন,  টিউশন ফি’র ওপর বৃত্তি, সাশ্রয়ীমূল্যে বিশ্বমানের শিক্ষা গ্রহণের পাশাপাশি প্রবাসে শিক্ষার্থীদের বৈধ কর্মঘণ্টা খরচ করে আয়ের বিষয়ে বিস্তারিত জানার সুযোগ করে দেবেন।

ফ্যাকড-ক্যাব প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক (হ্যাপী) বলেন,  ‘বিদেশে মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের তরুণরা  একদিন এই দেশকে  উন্নত রাষ্ট্রে পরিণত করতে সহায়তা করবে।’

ফ্যাকড-ক্যাব সাধারণ সম্পাদক গাজী তারেক ইবনে মোহাম্মদ জানান, আমাদের শিক্ষার্থীরা নিজেকে কর্মজীবনের জন্য তৈরি করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা থাকা প্রয়োজন।’

মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বলেন, ‘উচ্চশিক্ষায় বিদেশে পড়তে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে এবং বাংলাদেশের প্রিমিয়ার ব্যাংক  শিক্ষার্থীদের ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত টিউশন ফি প্রেরণসহ অন্যান্য সেবা নিশ্চিত করছে।’

আয়োজকরা জানান,এবারের মেলা মহান স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রতি উৎসর্গ করা হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস