X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টার মধ্যে হকারদের বসতে দেওয়ার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৩:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৩:২৩

লকডাউনের মধ্যেই সড়কে বসে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কর্মহীন হকাররা। পাশাপাশি বাঁশখালিতে গুলি করে শ্রমিক হত্যার বিচার চেয়েছেন তারা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশের আগের পল্টন মোড় থেকে হকাররা বিক্ষোভ মিছিলসহ প্রেসক্লাবের সামনে আসেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়কে স্বাস্থ্যবিধি মেনে হকারদের ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান। তা না হলে হকাররা নিজ থেকে সড়কে ব্যবসা শুরু করবেন বলেও জানান তারা।

সংগঠনের উপদেষ্টা জলি তালুকদার বলেন, ‘ঢাকায় খেতে না পেরে অনেক হকার বেকার হয়ে গ্রামে চলে গেছেন। এই লকডাউনের কারণে হকাররা বেকার হয়ে পড়েছেন। সরকার হকারদের নিয়ে তামাশা শুরু করেছে।’ রাজধানীতে হকারদের বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘সরকার তুমি কোন পক্ষ নিয়েছো? যারা আমাদের শ্রমিকের শ্রমের টাকায় বড় লোক হয়ে বিদেশে অর্থ প্রাচার করছে, তুমি তাদের পক্ষ নিয়েছে? সরকার তুমি কোনও শ্রমিককে খাদ্য সহায়তা দাওনি।’

তিনি বলেন, ‘আজ বাঁশখালিতে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছে। কিন্তু কোনও বিচার করা হয়নি। আপনাদের শ্রমিক হত্যার জন্য কাঠ গড়ায় দাঁড় করানো হবে।’

এই শ্রমিক নেত্রী বলেন, ‘ঢাকায় দুই লাখ হকার রয়েছে। কিন্তু তাদের পাশে আপনারা নেই। আজ হকাররা না খেয়ে মরে। কিন্তু কোনও এমপি-মন্ত্রী-সরকারি কর্মকর্তারা তো না খেয়ে মরছে না। আমাদের দাবি- ঈদও রমজানে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত হকার ব্যবসা করতে দিতে হবে।’

সংগঠনের সভাপতি আবুল হোসেন কবীর বলেন, ‘রাস্তা থেকে যদি আপনাদের উঠিয়ে দিতে আসে তখন আপনারা বলবেন, আমাকে খাবার দে, তাহলে বাসায় চলে যাবো। না হয় ব্যবসা করতে দে। সরকার বিভিন্ন সংগঠনকে প্রণোধনা দিচ্ছে। কিন্তু হকাররা কোনও সহযোগিতা পায়নি। আমরা হকাররা বেকার হয়ে পড়েছি। আমরা বাসা ভাড়া দিতে পারি না। আমরা ১৫ দিন অপেক্ষা করেছি। আমাদের আর পরিবার চলে না। লকডাউন চলতে থাকলে আত্মহত্যা করা ছাড়া আমাদের আর উপায় নাই।‘

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা