X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০৫ মে ২০২১, ২০:২৫আপডেট : ০৫ মে ২০২১, ২০:৩৬

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে হোটেল তৈরির  প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদশ, স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট, গ্রিন প্ল্যানেট, তরুণ শিল্পী ও সচেতন সমাজ।

বুধবার (৫ মে) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটে এই মানববন্ধনের আয়োজন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান সোহরাওয়ার্দী উদ্যানকে বাণিজ্যিক প্রতিষ্ঠান করা যাবে না’, ‘উন্নয়ন হোক, কিন্তু গাছ কেটে সৌন্দর্যবর্ধন চাই না’,‘আমরা চাই উদ্যানের প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রেখে উন্নয়ন কাজ চলুক’ বলে স্লোগান দেন।

মানববন্ধনে ‘আইনের পাঠশালা’র সভাপতি আইনজীবী সুব্রত কুমার দাস বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের সব উন্নয়নের কেন্দ্রবিন্দু হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু  তা হচ্ছে না। এখানে খাবারের দোকান তৈরির নামে প্রকৃতি হত্যার একটা ব্যবস্থা করা হয়েছে। এর মধ্য দিয়ে করপোরেট সংস্কৃতির বিকাশ ঘটছে, যার মূলে রয়েছে লুটপাটের অশুভ উদ্দেশ্য। অবিলম্বে এই প্রকৃতি হত্যার প্রকল্প বাতিলের দাবি জানাছি।’

তিনি বলেন, ‘উদ্যানকে সাংস্কৃতিক বলয় হিসেবে গড়ে তুলতে হবে। ঈদ পর্যন্ত সরকারকে সময় দিতে চাই। এই সময়ের মধ্য যদি এই প্রকল্প বাতিল করা না হয়, তবে ঈদের পর দেশের সকল পরিবেশবাদীদের নিয়ে এই  স্থাপনা ভেঙে ফেলার আহ্বান জানাচ্ছি।’

তরুণ নাট্য নির্মাতা সুদীপ সজীব বলেন, ‘সৌন্দর্যবর্ধনের নামে গগণচুম্বী গাছগুলো কেটে ফেলা হচ্ছে।  যেখানে পথিবীর অন্যান্য দেশে প্রকৃতি বাঁচিয়ে রেখে অবকাঠামা নির্মাণ করা হয়, সেখানে আমাদের দেশে গাছ কেটে হাটার পথ ও খাবারের দোকান বানানো হচ্ছে। একটু চেষ্টা করলেই গাছগুলো বাঁচানো যেতো। উদ্যানের এই গাছ হত্যার মাধ্যমে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এর  দায় কে নেবে? আমরা অপরিকল্পিতভাবে গাছ হত্যার এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই। একইসঙ্গে আগামী বর্ষায় কমপক্ষে ১০ হাজার গাছ এই সোহরাওয়ার্দী উদ্যানে রোপণ করার দাবি জানাচ্ছি।’

সমাবেশ শেষে বনফুল নামের একটি সাংস্কৃতিক সংগঠন পরিবেশ রক্ষায় সচেতনতামূলক গান পরিবেশন করে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি