X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ২০:১০আপডেট : ১২ মে ২০২১, ২০:১০

করোনাকালে বিধিনিষেধ সত্ত্বেও ঈদে শেষ মুহূর্তের কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। আর একদিন পরই ঈদ। এ কারণে মানুষের ভিড়ে মার্কেট ও শপিং মলগুলো জমজমাট। বিভিন্ন মার্কেট ও শপিং মল ঘুরে পছন্দের পোশাকসহ  প্রয়োজনীয় ঈদ সামগ্রী খুঁজে নিচ্ছেন তারা। পোশাক, কসমেটিকস, জুতাসহ অন্যান্য দোকান ও ফুটপাতজুড়ে কেনাবেচা চলছে সমান তালে।

বুধবার (১২ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গিয়ে দেখা গেছে, মধ্যবিত্তদের অনেকেই পরিবারের পুরুষ সদস্যদের জন্য ঈদের পাঞ্জাবি কিনতে এসেছেন। অন্যান্য মার্কেটের তুলনায় এই এলাকায় কম দামে পাঞ্জাবি পাওয়া যায়। এ কারণেই তাদের পছন্দের শীর্ষ রয়েছে   বায়তুল মোকাররম মার্কেট।

ছেলে ও বাবার জন্য পাঞ্জাবি কিনতে এসেছেন খিলগাঁও এলাকার বাসিন্দা নাসির উদ্দিন। তিনি বলেন, ‘প্রতিবছর এখান থেকে বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি কিনি। এখানে অপেক্ষাকৃত কম দামে মোটামুটি মানের পাঞ্জাবি পাওয়া যায়। তাই দুইশ’ টাকা করে দুইটি পাঞ্জাবি ও ১৫০ টাকা করে দুইটি পাজামা কিনেছি। ছেলের মায়ের জন্যও একটি বোরকা নিয়েছি।’

একইচিত্র দেখা গেছে, গাওসিয়া ও নিউমার্কেট এলাকায়। এই মার্কেট দুটিতে এতটাই ভিড় যে, মানুষের  চলাচল করাও কঠিন। সামাজিক দূরত্ব তো দূরের কথা, বহু মানুষের মুখে মাস্কও দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মানার নজরদারিও  নেই। গাদাগাদি করেই চলাচল করছে সবাই। মার্কেটের প্রতিটি দোকানেই মানুষের ভিড় দেখা গেছে। বিক্রেতারা বলছেন, শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে। বেচাবিক্রিও ভালো হচ্ছে।

গাউসিয়া মার্কেটের ভেতর ও বাইরে  মানুষের প্রচণ্ড ভিড়। ফুটপাতেও জমে উঠেছে কেনাকাটা। ফুটপাতে নিম্ন আয়ের মানুষের আনাগোনাই বেশি। জানতে চাইলে পোশাক বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘বিক্রি ভালো হচ্ছে। বিভিন্ন রঙের পোশাক থাকায় মানুষ নিজেদের পছন্দ মতো  কিনতে পারছেন। দামও আয়ত্তে রয়েছে।’

চরবাজারের পাঞ্জাবির দোকানগুলোর চিত্রও একই। উর্দু রোডের ‘শেখ সাদী পাঞ্জাবি অ্যান্ড বোরকা হাউজের’ মালিক আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানের প্রথম ১৫ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দোকানে পাইকারী হিসেবে বেশি বিক্রি হয়েছে। আমরা দামও কম রাখছি। এখন শেষ মুহূর্তে খুচরা বিক্রি বেশি হচ্ছে।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ঢাকাবাসী, ভিড় কমায় স্বস্তি
ঈদের আমেজে মেতেছে রাজধানীর শপিং মলগুলো
মেয়র আসবেন সকালে, রাতেই ফুটপাত খালি
সর্বশেষ খবর
হেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনহেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া