X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গণপরিবহনে মাস্ক না পরার নানান অজুহাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ১৫:৫১আপডেট : ২৪ মে ২০২১, ১৫:৫১

সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সরকারি নির্দেশনা থাকলেও যাত্রী ও চালকদের মাঝে মাস্ক পরার প্রবণতা কম। যাত্রীদের যেমন রয়েছে অসচেতনতা, চালক-হেলপারদের মধ্যেও নেই স্বাস্থ্যবিধি মানার আগ্রহ। বরং উল্টো নানা অজুহাত দিচ্ছেন তারা। যদিও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করছে সরকার।

সোমবার (২৪ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর, ফার্মগেট ও গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে, বাসগুলোতে যাত্রীদের চাপ কম।  এক সারিতে একটি আসন ফাঁকা রেখে যাত্রীরা বসছেন। যদিও কোনও কোনও বাসে দুই সিটেই পাশাপাশি বসিয়ে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। সবচেয়ে বেশি উদাসীনতা দেখা যায় মাস্ক ব্যবহারের ক্ষেত্রে। কেউ পকেটে, কেউবা থুতনির নিচে ঝুলিয়ে রেখেছেন মাস্ক। একটি আসন ফাঁকা রাখার কারণে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির করা হয়েছে। তবে কোনও কোনও বাস কোম্পানির বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের।

রাজধানীর চিড়িয়াখানা থেকে ছেড়ে এসেছে দিশারী পরিবহন। শ্যামলীতে দেখা গেলো  এই প্রতিষ্ঠানের একটি বাসের হেলপারের মুখে মাস্ক নেই। বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রীও মাস্ক পরেননি। বাসটির হেলপার জামাল মিয়া বলেন, ‘যাত্রী ডাকার সময় মাস্ক খুলেছি। মাস্ক পরে ডাকলে অনেকেই বোঝেন না। অন্য সময় মাস্ক পরি, যাত্রীদেরও পরতে বলি। যাত্রীরা যদি মাস্ক না পরে, আমরা তো আর  জোর করতে পারি না।’

সকালে অফিস সময়ে যাত্রীর চাপ থাকলেও সারাদিন যাত্রী কম থাকে বলে জানান বাস চালকরা। যাত্রীর চাপ কম থাকায় এমনিতেই বাসে কম যাত্রী থাকে। গাবতলী থেকে ছেড়ে আসা ৮ নম্বর বাসের চালক রফিকুল ইসলাম বলেন, ‘অফিসের সময়ে যাত্রী থাকে। তখন যাত্রীরাও বাসে ওঠার জন্য হুড়োহুড়ি করেন। আর সারা দিনে যাত্রী এমনিতেই কম। চাইলেও বাড়তি নেবো কীভাবে।’

বাসের ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ— ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করায় যাতায়াত খরচ বেড়েছে। কোনও  কোনও বাসে  সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। রাজধানীর কাজিপাড়া থেকে মতিঝিলে গিয়ে অফিস করেন আমান উল্লাহ। তিনি বলেন, ‘আমাদের বেতন তো বাড়েনি। কিন্তু সরকার ভাড়া বাড়িয়ে দিয়েছে।  কোনও কোনও সময় বাসগুলো সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি রাখছে। অফিসেতো যেতে হবেই, তাই বাড়তি ভাড়া নিলেও বাসে উঠতে হয়।’

যাত্রা শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার বিধান থাকলেও বাসগুলো তা মানছে না। নাম প্রকাশে অনিচ্ছুক  একাধিক চালক ও হেলপার জানিয়েছেন,  এমনিতে আমরা রাতে গাড়ি রাখার সময় পরিষ্কার করি। কিন্তু যাত্রা শুরু ও শেষে এটা করা সম্ভব হয় না। আর জীবাণুনাশক যদি বাসের মালিক আমাদের না দেন, আমরা কীভাবে এটা দেবো। আমাদের পক্ষে তো নিজের পকেটের টাকা দিয়ে করা সম্ভব না।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
সর্বশেষ খবর
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ