X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পর্যটনকে ‘শিল্পখাত’ হিসেবে স্বীকৃতির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৪:০৭আপডেট : ১২ জুন ২০২১, ১৪:০৭

দেশের পর্যটন খাতকে শিল্প হিসেবে ঘোষণা, এর সঙ্গে যুক্তদের শ্রমিক হিসেবে ঘোষণা, মজুরি কাঠামো প্রণয়ন এবং করোনায় পর্যটনের সঙ্গে যুক্তদের অগ্রাধিকার ভিত্তিতে সুরক্ষা সামগ্রী ও টিকা প্রদানের দাবি জানানো হয়েছে।

শনিবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাজেট ভাবনা: করোনাকালে বিপর্যস্ত পর্যটন খাত এবং পর্যটন শিল্পের শ্রমিক-কর্মচারীদের সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান। বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস্ ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, অতীতে বিভিন্ন সময়ে আমাদের দেশে পর্যটক এসেছেন। কেউ কেউ ভালোবেসে স্থায়ীভাবে থেকেও গেছেন। এভাবে পর্যটনের মাধ্যমে আমরা পৃথিবীর সঙ্গে পরিচিত হয়েছি এবং টিকে আছি। অথচ এই পর্যটনের সঙ্গে যুক্ত কর্মচারীদের কোনও গুরুত্ব দেওয়া হয় না। তাদের সামান্য পরিমাণ ভাতার জন্য লড়াই করতে হয়েছে।

‘পর্যটনকে অনেকেই শিল্প হিসেবে ঘোষণা দিতে চান না। অথচ গুরুত্ব বিবেচনায় এই পর্যটন খাতকে শিল্প হিসেবে যুক্ত করার সময় এসেছে। শ্রম আইনে শ্রমিকদের বিভিন্ন ভাগে যুক্ত করা আছে। পর্যটন শ্রমিকদেরও একই আইনে কয়েকটি শ্রেণীতে ভাগ করার প্রয়োজন। তাদের গ্রেড ভিত্তিক মজুরি নির্ধারণ প্রয়োজন। আর এসব দাবি আদায় করতে হলে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে।’

তিনি বলেন, গার্মেন্টস, তাদের বায়ার, এনজিও এবং রাষ্ট্রীয় পর্যায়ের কনসাল্টেন্টরা দেশে আসছে, কাজের বাইরে তারা ঘুরতে চাইছে এবং বিদেশি ডলার খরচ করছে। এক্ষেত্রে পর্যটনের লোকেরা দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। অথচ এ খাত থেকে দেশ হাজার হাজার কোটি টাকা আয় করলেও পর্যটনের সঙ্গে যুক্তদের চেহারায় অপ্রাপ্তির ছায়া দেখতে পাই।

পর্যটন খাতকে আরও উন্নত করতে এর সঙ্গে যুক্ত সকলের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। তাই পর্যটন নিয়ে যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন।

ফেডারেশনের আহ্বায়ক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর প্রমুখ।

 

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র