X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মূল সড়ক ফাঁকা, পাড়া-মহল্লায় আড্ডা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১৩:২১আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৩:২১

কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানীর প্রধান রাস্তাগুলো ফাঁকা। মূল সড়কে বিধিনিষেধ সর্বাত্মকভাবে মানতে দেখা গেলেও পাড়া-মহল্লায় চায়ের দোকানে চলছে আড্ডা। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। স্যানিটাইজার নেই প্রায় সবার। ‘কঠোর লকডাউন’ কেমন হচ্ছে তা দেখতে বের হয়েছেন অনেকেই। এ ছাড়া অনেকেই বের হচ্ছেন বাজার করার অজুহাতে। 

শুক্রবার (২৩ জুলাই) কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ঘুরে এই চিত্র দেখা গেছে।

সড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, করোনাভাইরাসের বিষয়ে মানুষ এখনো উদাসীন। আবার অনেকে এখনো বিশ্বাসই করতে চান না ভাইরাসটির ভয়াবহতা।

রাজধানীর শেখেরটেক ২ নম্বর রোডের পশ্চিম মাথায় চায়ের দোকানগুলো খোলা রাখা হয়েছে। সেখানে মুখে মাস্ক না পরা লোকজন আড্ডা দিচ্ছেন। দল বেঁধে চা পান করছেন।

মূল সড়ক ফাঁকা, পাড়া-মহল্লায় আড্ডা 

জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া শেখেরটেক ২ নম্বর রোডের বাসিন্দা ই-কমার্স ব্যবসায়ী অপু রায়হান বলেন, ‘পাড়া মহল্লায় লকডাউন কেউ মানে না। মানুষ উদাসীন। মহল্লায় অনেক দোকানপাট খোলা রাখেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে রাজনৈতিক নেতারা সচেতন করলে হয়তো বিধিনিষেধ কার্যকর করা যেতে পারে।’

মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে দায়িত্ব পালনকারী আদাবর থানার এসআই মো. নওশের আলী বলেন, ‘নানা অজুহাতে অনেকেই বের হয়েছেন। মূল সড়কে আমরা নজর রাখতে পারছি। কিন্তু অলি-গলিতে কীভাবে বিধিনিষেধ পালনে বাধ্য করা সম্ভব? মানুষ তো উদাসীন।’

রাজধানীর মোহাম্মদ এলাকার মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ভেতরের বিভিন্ন গলি, নবোদয় হাইজংয়ের বিভিন্ন গলি, আদাবর ও কৃষি মার্কেট এলাকার বিভিন্ন গলিসহ এসব এলাকার বিভিন্ন গলিতে আড্ডা দিতে দেখা গেছে বেলা ১২টা পর্যন্ত। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার অলি-গলিতে একই অবস্থা দেখা গেছে। তবে প্রধান সড়কে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বিধিনিষেধ মানতে বাধ্য হচ্ছে মানুষ। 

 

 

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী