X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কারখানায় নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯

সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে ৫ দফা দাবি এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর সারাদেশে জেলায় জেলায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হবে।

রবিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটের নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিক নিহতের কথা উল্লেখ করে শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী বলেন, ‘৩৬ ঘণ্টায়ও উদ্ধার কাজ শেষ করতে পারেনি, কী ধরনের রাষ্ট্র এটা। ধৈর্যের বাদ ভেঙে গেছে।  তাই এর প্রতিবাদে স্কপের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরও যদি রাষ্ট্রের পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, সে ক্ষেত্রে স্কপ কী করবে? সাংবাদিকদের এমন প্রশ্নে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবি আদায়ের ইতিহাস রয়েছে স্কপের। বিভিন্ন বিধিনিষেধের  কারণে জমায়েত করতে পারি না, তবে এবারও রাষ্ট্র থেকে কোনও প্দক্ষেপ গ্রহণ না করা হলে প্রচলিত নিয়ম ব্যবস্থার মধ্য দিয়ে কঠোর আন্দোলন হবে।

স্কপের দাবিগুলোর মধ্যে রয়েছে— সুষ্ঠু তদন্ত ও সঠিক কারণ উদঘাটনের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। সেজান জুস কারখানায় শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী মালিকপক্ষ এবং কর্তব্য অবহেলার জন্য দায়ী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের শাস্তি। মৃত্যুবরণকারী শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান। আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরনের ব্যবস্থা করাসহ ফ্যাক্টরি বন্ধ থাকা অবস্থায় কর্মহীন শ্রমিকদের মজুরি প্রদান করতে হবে।

দাবি আদায়ে স্কপ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ৫ দফা দাবি আদায়ে আগামী ১১ সেপ্টেম্বর সারাদেশে জেলায় জেলায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি, আগামী ১৯ সেপ্টেম্বর দায়ীদের শাস্তির দাবিতে ঢাকায় শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি এবং আগামী ২৪ সেপ্টেম্বর রূপগঞ্জে পাঁচ দফা দাবিতে শ্রমিক সমাবেশ।

/জেডএএপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে