X
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

অক্টোবর থেকে ফের চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪

প্রায় দুই বছর আগে বেশ ‘ঢাক-ঢোল পিটিয়ে’ রাজধানীর ধানমণ্ডি ও উত্তরায় চালু হয়েছিল চক্রাকার বাস সার্ভিস। তবে কিছুদিন পরেই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্কুল-কলেজ বন্ধ হয়ে গেলে তা বন্ধ হয়ে যায়। সংক্রমণ কমে আসায় স্কুল-কলেজ খুলেছে, সেজন্য আগামী মাস থেকে আবারও চক্রাকার বাস সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

এ বিষয়ে বিআরটিসি কার্যালয়ে আলাপকালে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, করোনার কারণে আমাদের চক্রাকার বাসগুলো বন্ধ ছিল। কারণ এগুলোর অধিকাংশ যাত্রীই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী। আমরা শুনতে পাচ্ছি- আগামী অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হতে পারে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে অক্টোবরে শুরু থেকে আমরা এই সার্ভিসটি আবার চালু করে দেবো।

২০১৯ সালের ২৪ মার্চ ধানমন্ডি-নিউ মার্কেট-আজিমপুর রুটে চক্রাকার বাস সেবা চালু করেছিল বিআরটিসি। এর দুই মাস পর উত্তরায় চক্রাকার বাসসেবা চালু হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সেবাটি বন্ধ হয়ে যায়। ফের চক্রাকার বাস চালুর বিষয়ে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপদ এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ওই দুটি এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চক্রাকার বাসসেবা চালু করা হয়েছিল। ধানমন্ডি এবং উত্তরায় বাসসেবা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তাই এতদিন চক্রাকার বাস বন্ধ ছিল। এখন ক্রমান্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে, আমরা আমাদের চাহিদার ভিত্তিতে এই সেবা চালু করবো।

দুই বছর আগে পুরান ঢাকা এবং খিলগাঁও এলাকায় চক্রাকার বাসসেবা চালুর ঘোষণা দিয়েছিল বাস রুট রেশনালাইজেশন কমিটি। এখন এই দুটি এলাকায় চক্রাকার বাস চালু করতে বিআরটিসি উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, আগামী ৫ অক্টোবর বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা রয়েছে। কমিটির সভায় যদি বিষয়টি উত্থাপন হয় ও আমাদের বাসের সংখ্যা, চাহিদা এবং সক্ষমতা থাকে পুরান ঢাকা এবং খিলগাঁওয়ে চক্রাকার বাস চালু করবো।

বিআরটিসিকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বলা যেতে পারে উল্লেখ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, যেহেতু এটি একটি করপোরেশন। এই সংস্থাটি নিজস্ব আয়ে চলে। এখানে আমার বেতনটিও এই সংস্থা থেকে দেওয়া হয়। সুতরাং আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং যাত্রী সেবার মানন্নোয়ন আমাদের লক্ষ্য। আমাদের যেমন লাভ করতে হবে, যাত্রী সেবার মানও বাড়াতে হবে। আমরা সর্ব্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর। পাশাপাশি আমরা লাভের বিষয়েও বদ্ধ পরিকর।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
ছুটির দিনে বিনোদনের প্রথম পছন্দ এখন মেট্রোরেল
সব বড় শহরে বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে যাবে: নসরুল হামিদ
‘কোনও দল নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে’
সর্বশেষ খবর
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
ন্যাটো মিত্র স্লোভাকিয়ার নির্বাচন, জরিপে এগিয়ে ‘রুশপন্থি’ নেতা
ন্যাটো মিত্র স্লোভাকিয়ার নির্বাচন, জরিপে এগিয়ে ‘রুশপন্থি’ নেতা
কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে থাকছে মাদক মামলার ৫ হাজার আসামি
কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে থাকছে মাদক মামলার ৫ হাজার আসামি
বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন: গয়েশ্বর
বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন: গয়েশ্বর
সর্বাধিক পঠিত
নারী সার্জেন্টকে মারধরের ঘটনায় মা-মেয়ে কারাগারে
নারী সার্জেন্টকে মারধরের ঘটনায় মা-মেয়ে কারাগারে
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিখালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা