X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অক্টোবর থেকে ফের চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪

প্রায় দুই বছর আগে বেশ ‘ঢাক-ঢোল পিটিয়ে’ রাজধানীর ধানমণ্ডি ও উত্তরায় চালু হয়েছিল চক্রাকার বাস সার্ভিস। তবে কিছুদিন পরেই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্কুল-কলেজ বন্ধ হয়ে গেলে তা বন্ধ হয়ে যায়। সংক্রমণ কমে আসায় স্কুল-কলেজ খুলেছে, সেজন্য আগামী মাস থেকে আবারও চক্রাকার বাস সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

এ বিষয়ে বিআরটিসি কার্যালয়ে আলাপকালে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, করোনার কারণে আমাদের চক্রাকার বাসগুলো বন্ধ ছিল। কারণ এগুলোর অধিকাংশ যাত্রীই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী। আমরা শুনতে পাচ্ছি- আগামী অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হতে পারে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে অক্টোবরে শুরু থেকে আমরা এই সার্ভিসটি আবার চালু করে দেবো।

২০১৯ সালের ২৪ মার্চ ধানমন্ডি-নিউ মার্কেট-আজিমপুর রুটে চক্রাকার বাস সেবা চালু করেছিল বিআরটিসি। এর দুই মাস পর উত্তরায় চক্রাকার বাসসেবা চালু হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সেবাটি বন্ধ হয়ে যায়। ফের চক্রাকার বাস চালুর বিষয়ে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপদ এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ওই দুটি এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চক্রাকার বাসসেবা চালু করা হয়েছিল। ধানমন্ডি এবং উত্তরায় বাসসেবা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তাই এতদিন চক্রাকার বাস বন্ধ ছিল। এখন ক্রমান্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে, আমরা আমাদের চাহিদার ভিত্তিতে এই সেবা চালু করবো।

দুই বছর আগে পুরান ঢাকা এবং খিলগাঁও এলাকায় চক্রাকার বাসসেবা চালুর ঘোষণা দিয়েছিল বাস রুট রেশনালাইজেশন কমিটি। এখন এই দুটি এলাকায় চক্রাকার বাস চালু করতে বিআরটিসি উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, আগামী ৫ অক্টোবর বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা রয়েছে। কমিটির সভায় যদি বিষয়টি উত্থাপন হয় ও আমাদের বাসের সংখ্যা, চাহিদা এবং সক্ষমতা থাকে পুরান ঢাকা এবং খিলগাঁওয়ে চক্রাকার বাস চালু করবো।

বিআরটিসিকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বলা যেতে পারে উল্লেখ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, যেহেতু এটি একটি করপোরেশন। এই সংস্থাটি নিজস্ব আয়ে চলে। এখানে আমার বেতনটিও এই সংস্থা থেকে দেওয়া হয়। সুতরাং আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং যাত্রী সেবার মানন্নোয়ন আমাদের লক্ষ্য। আমাদের যেমন লাভ করতে হবে, যাত্রী সেবার মানও বাড়াতে হবে। আমরা সর্ব্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর। পাশাপাশি আমরা লাভের বিষয়েও বদ্ধ পরিকর।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?