X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাহনের চাপে সড়কে যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ অক্টোবর ২০২১, ১১:২৪আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৪:০৭

রাজধানী ঢাকায় ঘর থেকে বের হলেই সড়কে আটকে থাকার ভোগান্তি যেন নিয়মিত হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত যানজট লেগে আছে। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন নগরবাসী। রবিবার (২৪ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজ সকালে রাজারবাগ, ফকিরেরপুল, কাকরাইল, দৈনিক বাংলা, বাংলা মোটর, কাওরান বাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, মগবাজার, শাহবাগ, ফার্মগেট, বিজয় স্মরণীসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট লক্ষণীয়। প্রতিটি ট্রাফিক সিগন্যালে কয়েক মিনিট অপেক্ষা করতে হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সড়কে অনেকক্ষণ আটকে থাকায় বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

তেজগাঁওয়ে এফডিসি মোড়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন পাঠাও চালক সিরাজ উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ মোড়ে মোড়ে অন্যান্য দিনের তুলনায় যানজট একটু বেশি। প্রতিটি সিগন্যালে ৫-১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’

রবিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি সড়ক থেকে তোলা (ছবি: সাজ্জাদ হোসেন)

মিরপুর থেকে আগারগাঁও এবং মহাখালী হয়ে গুলশান-১ নম্বর পর্যন্ত এসেছে আলিফ বাস। পরিবহনটির সহকারী (হেলপার) রাজ্জাক হোসেনের মন্তব্য, ‘রাস্তায় গতি নিয়ে গাড়ি চালানো যাচ্ছে না। সবখানে যানজট লেগে আছে। খুব ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। প্রতিটি সড়কে প্রাইভেটকারের সংখ্যাই বেশি।’

তরঙ্গ পরিবহনের চালক গিয়াস উদ্দিনের কথায়, ‘যে পথ অতিক্রম করতে ১৫ মিনিট লাগে, সেখানে আজ লাগছে ৩০ মিনিট। মোটরসাইকেল, প্রাইভেটকারসহ সব গাড়ি উবার-পাঠাও হিসেবে রাস্তায় নেমে পড়েছে। আগে এসব গাড়ি অবসরে পার্কিংয়ে থাকতো। যে কারণে যানজট বাড়ছে। তাছাড়া মেট্রোরেলসহ উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়ি তো আছেই।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
বৃষ্টির প্রার্থনায় নামাজ
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
সর্বশেষ খবর
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’
ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু