X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৮:৫২আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:৫২

বকেয়া মজুরি ও আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে গাজীপুরের পোশাক কারখানা স্টাইল ক্রাফট এবং ইয়ং ওয়ানের শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা জানায়, স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়ং ওয়ান লিমিটেড কারখানার ৪২৪৩ জন শ্রমিক-কর্মচারীকে প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমানে তারা অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। নিরুপায় হয়ে গত দশ দিন ধরে তারা ঢাকার শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান করছে।

তারা বলেন, মালিকপক্ষ ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে বেতন-ভাতা এবং ঈদ বোনাস দেয়নি। বর্তমানে কারখানার শ্রমিকদের ছয় মাসের এবং কর্মচারীদের ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। এ পরিস্থিতিতে মালিকপক্ষ বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিক ও কর্মচারীদের বিপুল অংকের পাওনা পরিশোধ করছে না। 

বিগত ৬ মাসের বেশি সময় ধরে বিভিন্ন পর্যায়ের সরকারি দফতর এবং মালিক সমিতির দ্বারে দ্বারে ঘুরেও সংকটের সুরাহা হয়নি। এ সময়কালে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের উদ্যোগে কয়েকবার শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। কিন্তু মালিকপক্ষ চুক্তি প্রতিপালন করছে না বলে সমাবেশে বক্তারা জানান।

তাদের দাবি, গত ৫ সেপ্টেম্বর শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি অবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করতে হবে।

এসময় তারা বারবার চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের সীমাহীন হয়রানি করায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী