X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গণপরিবহনে হাফ ভাড়ায় চলাচল করছে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭:১৪

আন্দোলনের পর রাজধানী ঢাকার গণপরিবহনে হাফ ভাড়ায় চলাচলের সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা। স্কুলের আইডি কার্ড দেখিয়ে নির্ধারিত ভাড়ার অর্ধেক দিচ্ছেন তারা। তবে যাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র ছিল না তাদেরকে ফুল ভাড়া দিতে হচ্ছে।

গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি শিক্ষার্থীদের জন্য বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত দিয়ে হাফ ভাড়া ঘোষণা করেন। একই সঙ্গে সরকারের মালিকানাধীন সংস্থা বিআরটিসি’ও তাদের বাসগুলোতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরে করে। যা আজ বুধবার (১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে।

সকালে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নগরীর বিভিন্ন এলাকাগামী পরিবহনগুলোতে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিতে দেখা গেছে। এসময় মোহাম্মদপুরগামী কয়েকজন শিক্ষার্থী মিডলাইন পরিবহনে উঠেন। তারা হাফ পাস দিবেন বলে জানালে হেলপার বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ পাস। তবে আইডি কার্ড দেখাতে হবে। পরে তাদের থেকে ভাড়া নেওয়া হয়।

ফার্মগেট এলাকায় বিকাশ পরিবহন থেকে নামেন স্কুল শিক্ষার্থী রাজিব উদ্দিন। তিনি বলেন, স্কুলের আইডি কার্ড সঙ্গে ছিল। হাফ ভাড়া দিয়েই এসেছি। যাদের কার্ড সঙ্গে ছিল না তাদেরকে ফুল ভাড়া দিতে হয়েছে। কোনও ঝামেলা করেনি।

জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ থেকে রাজধানী ঢাকার সকল বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা হয়েছে। সব পরিবহন হাফ ভাড়া নিচ্ছে। তবে শিক্ষার্থীদের করণীয় হচ্ছে তারা অবশ্যই স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাবেন। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধু ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে। কোনভাবেই ঢাকার বাইরে কার্যকর হবে না।

তিনি আরও বলেন, হাফ ভাড়া চালু করতে আমরা গত ২৯ নভেম্বর মালিকদের নিয়ে একটি সভা করি। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন। তাদের মতামত ও সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা